Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

আমি বর্ণবাদী নই ট্রাম্প

| প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার জোর দিয়ে বলেছেন, তিনি ‘বর্ণবাদী নন।’ ‘শিথলি’ দেশগুলোর পক্ষ থেকে অভিবাসন নিয়ে দেয়া ট্রাম্পের বক্তব্যের কঠোর নিন্দা জানানোর এবং এটা নিয়ে বিশ্বব্যাপী সমালোচনার ঝড় ওঠার পর তিনি এমন মন্তব্য করলেন। ওয়াশিংটন পোস্ট ও নিউইয়র্ক টাইমস ট্রাম্পের এ মন্তব্যের কথা প্রকাশ করে এবং বৈঠকে অংশ নেয়া ডেমোক্রেটিক সিনেটর ডিক ডারবিন নিশ্চিত করার পরও শুক্রবার টুইটার বার্তায় ট্রাম্প এমন মন্তব্যের কথা অস্বীকার করেন। ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে ট্রাম্প আন্তর্জাতিক গলফ ক্লাবে মার্কিন প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেন, ‘আমি বর্ণবাদী নই। আপনারা এ যাবৎ যাদের সাক্ষাতকার নিয়েছেন এক্ষেত্রে আমি আপনাদের বলতে পারি আমিই সবচেয়ে কম বর্ণবাদী ব্যক্তি।’ সেখানে তিনি রিপাবলিকান হাউস মেজোরিটি নেতা কেভিন ম্যাক্কার্থির সঙ্গে নৈশভোজ করছিলেন। সূত্র : এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ