Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

মাদাগাস্কারে সাইক্লোনের ছোবল : নিহত ৫১ নিখোঁজ ২২

| প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মাদাগাস্কারে এ মাসের গোড়ার দিকে আঘাত হানা সাইক্লোনে এ পর্যন্ত ৫১ জন প্রাণ হারিয়েছে। ঝড়ের প্রভাবে ভারী বৃষ্টিপাত ও বন্যা দেখা দিয়েছে। এতে ৫৪ হাজার লোক গৃহহীন হয়ে পড়েছে। দেশটির কর্তৃপক্ষ একথা জানিয়েছে। গ্রীষ্মমন্ডলীয় সাইক্লোন আভা গত পাঁচ জানুয়ারি মাদাগাস্কারের পূর্বাঞ্চলে আঘাত হানে। এ সময় নদীর পানি উপচে দুক’ল প্লাবিত হয়, সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং সেতুগুলো পানিতে ডুবে যায়। রোববার রাতে জাতীয় ঝুঁকি ও দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো জানায়, প্রাকৃতিক দুর্যোগে এখনো ২২ জন নিখোঁজ রয়েছে। ঝড়ের কারণে আরো ১ লাখ ৬১ হাজার লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। সূত্র : এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ