Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিরাজগঞ্জে পিস্তল ও গুলিসহ অস্ত্র বিক্রেতা গ্রেফতার

প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা
সিরাজগঞ্জে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন ও ১ রাউন্ড পিস্তলের গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র‌্যাব-১২ (সদস্যরা)। গ্রেফতারকৃত অস্ত্র ব্যবসায়ী আব্দুল আজিজ (৩৮) বেলকুচি উপজেলার টিয়াশিয়া পশ্চিমপাড়া মহল্লার মৃত চান্দু প্রমানিকের ছেলে। বৃহস্পতিবার রাত পৌনে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে স্পেশাল কোম্পানী র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লীডার নিয়াজ মোহাম্মদ ফয়সাল জিডি (পি) এর নেতৃত্বে কটি আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার রামাচর মোড়ে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় অস্ত্র ব্যবসায়ী মোঃ আঃ আজিজের কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন ও ১ রাউন্ড পিস্তলের গুলিসহ হাতেনাতে গ্রেফতার করে। গ্রেফতাররকৃত আসামীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিরাজগঞ্জে পিস্তল ও গুলিসহ অস্ত্র বিক্রেতা গ্রেফতার
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ