Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

সারাবিশ্ব অস্থির বাংলাদেশ অনেক নিরাপদ -স্বরাষ্ট্রমন্ত্রী

| প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। জঙ্গিবাদের ঘটনায় সারাবিশ্ব অস্থির থাকলেও বাংলাদেশ সেখানে অনেক নিরাপদ। গতকাল রোববার সচিবালয়ে ডিজিটাল এক্সেস কনট্রোল সিসটেম অ্যান্ড ওয়াচ টাওয়ারের উদ্ধোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এসব কথা বলেন। আমাদের গোয়েন্দারা ভাল কাজ করছে- এমন দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের দেশের মানুষ জঙ্গিবাদ সন্ত্রাসবাদ চায় না। যেখানেই জঙ্গিবাদ ও সন্ত্রসাবাদের বিষয়ে সন্দেহ করছে কিংবা কোন খবর পাচ্ছেন সঙ্গে সঙ্গে তারা আমাদের গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিচ্ছে। এজন্যই আমরা মনে করি সারাবিশ্ব যখন অনেক অস্থির সেই সময় আমাদের বাংলাদেশ অনেক বেশি শান্ত ও নিরাপদ। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাশ দিয়ে অহরহ মানুষ চলাফেরা করে সেখানে তারা যেতেই পারে। কিন্তু যাওয়ার সাথে সাথে ধরতে সক্ষম হয়েছি। আশে পাশের এলাকায় সাধারণের বাড়িঘর আছে। ফলে সেখানে না যেতে পারার কোন কারণ নেই। সেখানে জঙ্গিরা মাত্র দুই একদিন আগেই গিয়েছে। আর যাওয়ার সাথে সাথে তাৎক্ষণিক আমরা তাদের ধরে ফেলিছি। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত দক্ষতা এবং পেশাদারিত্বের সঙ্গে জঙ্গি দমনে কাজ করছে। এজন্য আমরা পরিস্কার বলতে চাই দেশের আইনশৃঙ্খলা পুরোপুরি কন্ট্রোল রাখতে সক্ষম হয়েছি। এক নারীকে উঠিয়ে নিয়ে বিয়ে করার অভিযোগ উঠা পুলিশের ডিআইজি মিজানের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি দেয়ার বিষয়ে প্রশ্ন করা হয় মন্ত্রীর কাছে। তিনি বলেন, ডিআইজি মিজানের বিষয়ে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যে সাংবাদিকদের উনি হুমকি দিয়েছেন তাদের আমরা বলেছি তারা জিডি করতে পারেন। আর যদি কোনো থানা জিডি না নেয় তাহলে সেটা আমরা জানলাম, বিষয়টি দেখব। উদ্বোধনী বক্তব্যে মন্ত্রী বলেন, সচিবালয় প্রশাসনিক প্রাণকেন্দ্র। বর্তমানে প্রতিদিন প্রায় বিশ হাজারেরও বেশি মানুষ সচিবালয়ে যাতায়াত করে আর তিন হাজারেরও বেশি যানবাহন প্রবেশ করে। তাই ১, ২ ও ৫ নম্বর গেটে ব্যাগেজ স্ক্যানার ও আর্চওয়ে স্থাপন করা হয়েছে। ইতিমধ্যে স্থায়ী কর্মচারীদের জন্য ইলেকট্রনিক একসেস কন্ট্রোল সিস্টেম এর আওতায় স্মার্ট কার্ড ইস্যু করা হয়েছে। সচিবালয়ের নিরাপত্তার জন্য ৪১৯টি সিসিটিভি ক্যামেরা ও রেকডিং সিস্টেমের মাধ্যমে সচিবালয়ের অভ্যন্তরে ও সীমানা প্রাচীরের বাইরে লোকজনের গতিবিধি মনিটরিং ও রেকডিং করা হচ্ছে। এ ছাড়া ৭টি ওয়াচ টাওয়ারের মাধ্যমে নিরাপত্তা জোরদার করা হয়েছে। খুব শিগগিরই ভেহিক্যাল স্ক্যানার স্থাপনের কাজ উদ্বোধন করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বরাষ্ট্রমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ