Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

প্রিমিয়ার ক্রিকেট লিগ

| প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : ১২টি দল নিয়ে আজ থেকে এমএ আজিজ স্টেডিয়ামে শুরু হচ্ছে সিজেকেএস ইস্পাহানী প্রিমিয়ার ক্রিকেট লিগ। উদ্বোধনী ম্যাচে ফ্রেন্ডস ক্লাবের বিরুদ্ধে খেলবে চট্টগ্রাম আবাহনী। সিটি মেয়র ও সিজেকেএস’র সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন এ লিগের উদ্বোধন করবেন। প্রতিবারের ন্যায় এবারো স্পন্সর থাকছে ইস্পাহানী গ্রæপ অব কোম্পানীজ। গতকাল এক সাংবাদিক সম্মেলনে সিজেকেএস ক্রিকেট সম্পাদক এ কে এম আবদুল হান্নান আকবর এ তথ্য জানান। এবারের লীগের খেলাগুলো দু’টি ভেন্যু এমএ আজিজ স্টেডিয়াম ও জহুর আহমদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। লীগের বাজেট হচ্ছে ১৪ লক্ষ ৮১ হাজার ২শ’ টাকা। তার মধ্যে স্পন্সর প্রতিষ্ঠান ইস্পাহানী গ্রæপ অব কোম্পানীজ দিচ্ছে ৯ লক্ষ টাকা। সাংবাদিক সম্মেলনে স্পন্সর প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার মিনহাজ উদ্দীন আহমেদ, ডেপুটি ম্যানেজার আবদুল্লাহ আল মামুন, সিজেকেএস’র সহ-সভাপতি এডভোকেট শাহীন আফতাবুর রেজা চৌধুরী, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, ক্রিকেট কমিটির দুই ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান ও আবুল বশর চৌধুরী বক্তব্য রাখেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ