মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ক্ষেপণাস্ত্র হামলা হতে যাচ্ছে, ভুল করে এমন সতর্ক বার্তা জারির পর যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। হাওয়াইয়ের স্থানীয় সময় গত শনিবার সকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি। ওই সকালে মোবাইল ফোন ব্যবহারকারীরা একটি বার্তা পান, এতে লেখা ছিল: “ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হুমকির মুখে হাওয়াই। এখনই নিরাপদ আশ্রয়ে চলে যান। এটি কোনো অনুশীলন নয়।” ভুল এই সতর্ক বার্তাটি লোকজনের মোবাইল ফোনে পাঠানোর পাশাপাশি টেলিভিশন ও রেডিওতে স¤প্রচার করা হয়। স্থানীয় সময় সকাল ৮টা ৭ মিনিটে বার্তাটি মোবাইল ফোনে আসে, বার্তাটির অক্ষরগুলো সব বড় হাতে লেখা ছিল। পরে এক ঘোষণায় সতর্ক বার্তাটি ভুল করে পাঠানো হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ, এতে হাওয়াইবাসীর মধ্যে স্বস্তি ফিরে আসে। দ্য হনলুলু স্টার-অ্যাডভাটাইজার জানিয়েছে, ১৮ মিনিট পর ইমেইল পাঠিয়ে বার্তাটি সংশোধন করা হয়, কিন্তু ৩৮ মিনিট পর্যন্ত মোবাইলে কোনো সংশোধনী পাঠানো হয়নি। ঘটনার জন্য অঙ্গরাজ্যের গভর্নর ডেভিড আইজি ক্ষমা প্রার্থনা করেন এবং জানান, এক কর্মী ভুল বাটনে চাপ দিয়ে দেওয়ায় ঘটনাটি ঘটেছে। এ ঘটনার পূর্ণ তদন্ত করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।