Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইরাকে আত্মঘাতী হামলায় নিহত ৮

| প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদে এক আত্মঘাতী বোমা হামলায় আট ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। আহতদের মধ্যে কয়েকজন পুলিশ সদস্যও রয়েছেন। কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদ মাধ্যম। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, উত্তর বাগদাদ সংলগ্ন একটি ব্যস্ততম রাস্তায় পুলিশের চেকপোস্ট লক্ষ্য করে এ বিস্ফোরণ ঘটানো হয়। এতে হতাহতের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে কেউ হামলার দায় স্বীকার করেনি। তবে মাঝেমধ্যেই এমন হামলা চালিয়ে থাকে জঙ্গিগোষ্ঠী আইএস। এর আগে গত ৪ জানুয়ারি কাবুলে আইএসের এক আত্মঘাতী হামলায় নিহত হন অন্তত ১১ জন। আহত হন কমপক্ষে ২৫ জন। মাদকের বিরুদ্ধে অভিযান চলাকালে ওই আত্মঘাতী হামলা চালানো হয়। বিশ্লেষকদের ধারণা, ইরাক ও সিরিয়ায় পরাজিত হওয়ার পর এখন আফগানিস্তানের মতো দেশগুলোতে শক্তি অর্জনের চেষ্টা করছে জঙ্গিরা। ওয়াশিংটন পোস্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ