Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের ধ্বংস করে দেবে তুর্কি সেনারা : এরদোগান

পিওয়াইডি এবং পিকেকে অবস্থানে ভারী গোলা বর্ষণ তুরস্কের

| প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : তুরস্কের সীমান্তবর্তী সিরিয়ার আফরিন অঞ্চলে তৎপর ডেমোক্রেটিক ইউনিয়ন পার্টি (পিওয়াইডি) এবং কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) অবস্থানে ভারী গোলা বর্ষণ শুরু করেছে তুর্কি সেনাবাহিনী। তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু নিউজ এজেন্সির বরাত দিয়ে হুরিয়াত ডেইলি জানায়, তুরস্কের হাতাই প্রদেশের রেয়হানলি ও কিরিখান এলাকা থেকে পিকেকে ও পিওয়াইডি কর্মীদের ওপর গোলাবর্ষণ শুরু করেছে তুর্কি সেনাবাহিনী। আফরিনের পাশাপাশি বোসোফেন, কিন্দিরেস, দেইর বেলুত এবং রাজো এলাকায় ৩৬ বার কামানের গোলাবর্ষণ করেছে তুর্কি সেনারা। তবে এসব হামলায় হতাহতের বিষয়ে এখনো কোনো খবর পাওয়া যায়নি। এদিকে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান ঘোষণা করেছেন, সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের আফরিন অঞ্চলে তৎপর কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের ধ্বংস করে দেবে তুর্কি সেনারা। সিরিয়া থেকে সন্ত্রাসীরা নির্মূল হওয়ার পথে রয়েছে এবং তার ভাষায় ‘কুর্দি সন্ত্রাসীদেরও’ নির্মূল করা হবে বলে হুঁশিয়ারি দেন তুর্কি প্রেসিডেন্ট। এর আগে অপর এক খবরে বলা হয়, সিরিয়া সীমান্তে একটি ট্যাংক বহর পাঠিয়েছে তুরস্ক। সিরিয়ার সীমান্তবর্তী আফরিন অঞ্চলে তৎপর কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের পরাস্ত করা হবে বলে এ ট্যাংক বহর পাঠানো হলো। সিরিয়া সীমান্তে মোতায়েনকৃত তুর্কি সীমান্তরক্ষীদের সঙ্গে এই ট্যাংক বহর যোগ দেবে। এরদোগান শুক্রবার ঘোষণা করেন, সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের আফরিন অঞ্চলে তৎপর কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের ধ্বংস করে দেবে তুর্কি সেনারা। সিরিয়া থেকে সন্ত্রাসীরা নির্মূল হওয়ার পথে রয়েছে এবং তার ভাষায় ‘কুর্দি সন্ত্রাসীদেরও’ নির্মূল করা হবে বলে হুঁশিয়ারি দেন তুর্কি প্রেসিডেন্ট। এদিকে সিরিয়ার আলেপ্পো প্রদেশের আফরিন এলাকায় কুর্দি বিচ্ছিন্নতাবাদী গেরিলা গোষ্ঠী পিকেকে’র অবস্থানে হামলা চালিয়েছে তুর্কি নিরাপত্তা বাহিনী। আনাদোলু।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ