মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : দীর্ঘ প্রতীক্ষার পর জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেলের কনজারভেটিভ দল অবশেষে দেশটির দ্বিতীয় বৃহত্তম দল সোস্যাল ডেমোক্র্যাটের (এসপিডি) সঙ্গে জোট গঠনে ঐকমত্যে পৌঁছাতে পেরেছে। একটি সূত্রের বরাতে জানা যায়, প্রায় ২৪ ঘণ্টার আলোচনা শেষে দল দুটির প্রধান নীতিগতভাবে জোট গঠনে সম্মত হয়েছে। এর মাধ্যমে সামনের মাসগুলোয় ইউরোপীয় ইউনিয়নের বৃহত্তম অর্থনীতির এ দেশটিতে সরকার গঠন প্রক্রিয়া নিয়ে সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা তৈরি হলো। বার্লিনে রাতব্যাপী আলোচনায় মেরকেল ও তার ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটরা, বাভারিয়ান জোটের হোর্স্ট সিহুফার এবং এসপিডির প্রধান মার্টিন শুলজ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ২৮ পৃষ্ঠাব্যাপী নীলনকশা চূড়ান্ত করা হয়, যার ভিত্তিতে আগামী আলোচনাগুলো পরিচালিত হবে। নীলনকশাতে তিনটি দলই প্রধান যে নীতিগুলো নিয়ে সমঝোতায় পৌঁছেছে, সেগুলোর মধ্যে আছেÍ ১৯ সদস্যের ইউরোজোনকে ‘মজবুত ও সংস্কার করার’ ক্ষেত্রে ফ্রান্সের সঙ্গে কাজ করে যাওয়া, দেশে বিতর্কিত শরণার্থী আশ্রয় প্রদান সীমিত করে বছরে দুই লাখে নিয়ে আসা এবং কর বাড়ানো থেকে বিরত থাকা। গেল বছরের ২৪ সেপ্টেম্বরের জাতীয় নির্বাচনের পর থেকেই রাজনৈতিক সংকটে ছিল ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতির এ দেশটি। প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট গঠনে হিমশিম খাচ্ছিল মারকেলের নেতৃত্বাধীন ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটরা। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।