Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিউনিসিয়ায় ব্যাপক ধরপাকড়, আটক ৮শ’

| প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : তিউনিসিয়ায় দ্রব্যমূল্য বৃদ্ধি, কর বাড়ানো ও বেকারত্বের প্রতিবাদে বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিদের ওপর ব্যাপক ধরপাকড় চালাচ্ছে দেশটির কর্তৃপক্ষ। সোমবার থেকে শুরু হওয়া বিক্ষোভে এ পর্যন্ত অন্তত প্রায় ৮০০ জনকে গ্রেফতার করা হয়েছে। গত শুক্রবার জেনেভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ বিষয়ে কথা বলেন জাতিসংঘ মানবাধিকার দফতরের মুখপাত্র রুপার্ট কলভিল। তিনি বলেন, ‘গ্রেফতারের উচ্চ সংখ্যায় আমরা উদ্বিগ্ন। আমাদের জানামতে সোমবার থেকে ৭৭৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের এক তৃতীয়াংশের বয়স ১৫ থেকে ২০ বছরের মধ্যে।’ অযৌক্তিকভাবে বিক্ষোভকারীদের গ্রেফতার না করতে তিউনিসিয়া সরকারের প্রতি আহŸান জানান রুপার্ট কলভিল। রয়টার্স, আল জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ