Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউরোপকে জোটবদ্ধ হওয়ার আহ্বান ম্যাখোঁর

| প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : চীনের ক্রমবর্ধমান অর্থনৈতিক প্রভাবের মুখে ইউরোপকে জোটবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতির দেশ চীনে প্রথম সরকারি সফর শেষে এ আহ্বান জানালেন তিনি। বেশকিছু ব্যবসায়িক চুক্তির মধ্য দিয়ে বেইজিংয়ে তিনদিনের রাষ্ট্রীয় সফর শেষ করেন মাখোঁ। প্রথম সফরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ১ ট্রিলিয়ন ডলারের প্রাচীন সিল্ক রোড বাণিজ্যপথ পুনরুজ্জীবিত কর্মসূচিকে সমর্থন জানিয়েছেন তিনি। একই সঙ্গে এ প্রকল্পের মাধ্যমে চীন তার অর্থনৈতিক শক্তি বৃদ্ধি করতে থাকায় নিজেদের কৌশলগত খাতগুলো রক্ষার্থে ইউরোপীয় দেশগুলোকে সতর্ক থাকতে বলেছেন তিনি। ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্পের আওতায় রেল, সমুদ্র ও সড়কপথ নির্মাণের মাধ্যমে এশিয়াকে ইউরোপ ও আফ্রিকার সঙ্গে যুক্ত করার উদ্যোগ নিয়েছে বেইজিং। এক সংবাদ সম্মেলনে সিল্ক রোডের কথা উল্লেখ করে মাখোঁ বলেন, আমাদের অবশ্যই ইউরোপীয় পর্যায়ে একটি অভিন্ন অবস্থানে পৌঁছতে হবে। একই সঙ্গে এসব উদ্যোগকে উপেক্ষা না করার জন্য জোর দিয়েছেন তিনি। মাখোঁ বলেন, এ উদ্যোগকে উপেক্ষা করা হলে তা একটি গভীর কৌশলগত ভুল হবে এবং এর পরিণাম ভোগ করতে হবে। সংবাদ সম্মেলনে মাখোঁ আরো বলেন, বেশকিছু দেশ রয়েছে, যারা অনেক সময়ই ইউরোপের চেয়ে চীনের স্বার্থের প্রতি বেশি উদার থাকছে। আমরা এ ধরনের আচরণকে দোষও দিতে পারি না। কারণ, আমরাই এ দেশগুলোকে অত্যন্ত কঠোর বেসরকারীকরণে বাধ্য করেছি। এক্ষেত্রে গ্রিসের উদাহরণ দেয়া যেতে পারে। ঋণে জর্জরিত ইউরোপীয় দেশটি এর প্রিয়ুস বন্দর চীনের কাছে বিক্রি করে দিয়েছে। এছাড়া দেশটি চীনের কাছ থেকে বড় অংকের অর্থ গ্রহণ করে থাকে। ফলে গত জুনে এথেন্স চীনে মানবাধিকার লঙ্ঘন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের একটি নিন্দা প্রস্তাব আটকে দেয়। এ বিষয়ে মাখোঁ বলেন, চীন এমন একটি মহাদেশকে শ্রদ্ধা করতে পারে না, যেখানে কিছু সদস্য সব দরজা খুলে রেখেছে, যেখানে অপরিহার্য অবকাঠামো কেনা সহজ। ফলে যখন ফ্রান্স বা ইউরোপ নিজেদের কৌশলগত খাতগুলো রক্ষা করতে চাচ্ছে, তখন তা আমাদের জন্য এবং আলোচনার জন্যও ভালো একটি বিষয়। চীনের সঙ্গে ফ্রান্সের বাণিজ্য ঘাটতি নিয়ে উদ্বিগ্ন মাখোঁ সফরের শেষ মুহূর্তে চীনের কাছ থেকে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা এয়ারবাসের ১৮৪টি সিঙ্গেল-আইল এ৩২০ উড়োজাহাজ ক্রয়ের একটি প্রতিশ্রুতি আদায় করতে সফল হয়েছেন। তাৎক্ষণিকভাবে চুক্তির অর্থের পরিমাণ জানা না গেলেও সিঙ্গেল-আইল উড়োজাহাজগুলোর ন্যূনতম মূল্য ১ হাজার ৮০০ কোটি ডলার হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে চীনে এ৩২০ উড়োজাহাজ উৎপাদন বৃদ্ধির একটি চুক্তির ঘোষণা দিয়েছে এয়ারবাস। এর বাইরে আরো কয়েকটি চুক্তি সম্পন্ন হয়েছে, যার মধ্যে ফ্রান্সের রাষ্ট্রীয় জ্বালানি জায়ান্ট আরেভার চীনে একটি ব্যবহৃত পারমাণবিক জ্বালানি পুনঃপ্রক্রিয়াকরণ কারখানা স্থাপনে সহায়তা চুক্তি রয়েছে। এছাড়া আগামী ছয় মাসের মধ্যে ফরাসি গোশত রফতানির ওপর একটি নিষেধাজ্ঞা তুলে নিতে চীনের সম্মতি এ সফরের আরেকটি বড় অর্জন বলে বিবেচনা করা হচ্ছে। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ