Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাসস পরিচালনা বোর্ডের নতুন চেয়ারম্যান

প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার: বিশিষ্ট কথা শিল্পী ও সাংবাদিক রাহাত খানকে চেয়ারম্যান করে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা বোর্ড পুনর্গঠন করেছে সরকার। এছাড়া পরিচালনা বোর্ডের পরিচালক পদে নিয়োগ পেয়েছেন দৈনিক যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম। ২০১৮ সালের ১৭ আগস্ট পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন বলে বুধবার তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, বাসসের সার্বিক ব্যবস্থাপনা ও প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বাংলাদেশ সংবাদ সংস্থা অধ্যাদেশ-১৯৭২-এর ৯(২) মোতাবেক বাসস পরিচালনা বোর্ডের বর্তমান সদস্য দৈনিক বর্তমানের উপদেষ্টা সম্পাদক রাহাত খানকে বাসসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হলো। তাঁর স্থলে দৈনিক যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলমকে পরিচালক পদে নিয়োগ দেয়া হলো।
এ ছাড়া বোর্ডের সদস্য লিয়াকত আলী মৃত্যুবরণ করায় তার শূন্যপদে খুলনা থেকে প্রকাশিত দৈনিক পূর্বাঞ্চলের প্রকাশক ও সম্পাদক বেগম ফেরদৌসি আলীকে বাসস পরিচালনা বোর্ডের সদস্য হিসাবে একই মেয়াদের জন্য নিয়োগ দেয়া হয়েছে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাসস পরিচালনা বোর্ডের নতুন চেয়ারম্যান
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ