Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফাইনালেই দেখা হবে ফেদেরার-নাদালের!

| প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

 

স্পোর্টস ডেস্ক : আর মাত্র ২ দিন। এর পরই কোর্টে গড়াতে যাচ্ছে বছরের প্রথম গ্র্যান্ড ¯ø্যাম অস্ট্রেলিয়ান ওপেন। গেলপরশু অস্ট্রেলিয়ান ওপেনের বাছাই তালিকা ঘোষণা করা হল। সে তালিকা অনুয়ায়ী কোয়ার্টার ফাইনাল কিংবা সেমিফাইনালও নয়, একেবারে ফাইনালেই মুখোমুখি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে রাফায়েল নাদাল এবং রজার ফেদেরারের। সর্বশেষ মৌসুমের চারটি গ্র্যান্ড ¯ø্যামের মধ্যে ফাইনালে একে অন্যের বিরুদ্ধে একবারই লড়েছেন দুই মহারথী। সে লড়াইয়ে জিতেছিলেন ফেদেরারেই।
এই মুহূর্তে টেনিস র‌্যাংকিংয়ে এক নম্বরে রয়েছেন রাফায়েল নাদাল। গত বছর অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালেই দেখা হয়েছিল দুই জীবন্ত কিংবদন্তির। সেবার অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন রজার ফেদেরার। ম্যারাথন ফাইনালে নাদালকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি।
এ বছরের প্রথম গ্র্যান্ড ¯ø্যামে ফের আরও একবার ফাইনালে দেখা যেতে পারে দুই কিংবদন্তির টক্কর। বাছাই অনুয়ায়ী ফাইনালে রজারের প্রতিদ্বন্দ্বী হতে পারেন রাফায়েল নাদাল। কারণ, শীর্ষ বাছাই হিসেবে বছরের প্রথম গ্র্যান্ড শুরু করতে যাচ্ছেন স্প্যানিশ তারকা নাদাল এবং সুইস তারকা রজার ফেদেরার। টুর্নামেন্টে স্প্যানিশ তারকার প্রথম প্রতিপক্ষ ভিক্টর বার্গোস। ফেদেরারের প্রথম প্রতিপক্ষ ৫১ নম্বর বাছাই আলজাজ বেদেন।
প্রকাশিত বাছাইয়ের তালিকা অনুয়ায়ী কোয়ার্টার ফাইনালে রাফায়েল নাদালকে লড়তে হতে পারে ৬ষ্ঠ বাছাই মারিন চিলিচের বিরুদ্ধে। দিমিত্রভ লড়তে পারেন জ্যাক সকের বিরুদ্ধে। কোয়ার্টারে নোখাব জকোভিচের মুখোমুখি হতে পারেন ডমিনিক থিয়েম। আর সুইস কিংবদন্তি রজার ফেদেরারের সাক্ষাৎ হতে পারে ৭ম বাছাই ডেভিড গফিনের সঙ্গে বা ১২তম বাছাই হুয়ান দেলপোত্রোর।
কনুইয়ের আঘাতে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকা জকোভিচ পড়ে গেলেন বাছাইয়ে ১৪ নম্বরে। এ কারণে তাকে শুরু করতে হবে কঠিন লড়াইয়ের মধ্য দিয়েই।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ