নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : এশিয়ান গেমস বাছাই পর্বকে সামনে রেখে গতকাল মওলানা ভাসানী স্টেডিয়ামে রিপোর্ট করলেন জাতীয় হকি দলের প্রাথমিক স্কোয়াডের সদস্যরা। ৩৮ সদস্যের দলের ৩৬ জন কাল রিপোর্টিংয়ে উপস্থিত ছিলেন। দু’জনের (শিটুল ও শুভ) আজ সকালে সরাসরি ক্যাম্পে যোগ দেয়ার কথা। প্রধান কোচ মাহবুব হারুন, সহকারি কোচ জহিরুল ইসলাম মিতুল ও আশিকুজ্জামান রিপোর্টিং শেষে খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। সন্ধ্যার পর বোর্ড রুমে মতবিনিময় সভায় খেলোয়াড়দের দিক নির্দেশনা দেয়া হয়। রিপোর্টিংয়ের সময় মাঠে উপস্থিত ছিলেন অ্যাডহক কমিটির নতুন সাধারন সম্পাদক আব্দুস সাদেক। পরে তিনি মিডিয়াকে বলেন, ‘আমার চেষ্টা থাকবে খেলোয়াড়দের একটা বিহিত করা। ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করে যেটি ভালো হয়, সেপথেই এগুবো আমরা। খেলোয়াড়দের স্বপ্নকে বাস্তবে রুপ দিতে হবে। দায়িত্ব যখন দেয়া হয়েছে তখন নিজের শতভাগ দেয়ার চেষ্টা করবো ফেডারেশনকে। আজ (গতকাল) ছেলেরা রিপোটির্ং করলো। তারা এশিয়ান গেমসের জন্য ক্যাম্প করবে। সর্বাধিক সুযোগ সুবিধা দিয়েই প্রশিক্ষন ক্যাম্প চালূ হবে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।