Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

নতুন করে নিষেধাজ্ঞা আরোপ হতে পারে ইরানে

| প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

যুক্তরাষ্ট্রকে চুক্তি থেকে না সরার আহŸান ইইউ’র
ইনকিলাব ডেস্ক : ইরানের সঙ্গে ২০১৫ সালের পরমাণু চুক্তি থেকে সরে না আসার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহŸান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইরান, ফ্রান্স, জার্মানি আর ইইউর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বোরিস জনসন বলেছেন, এই চুক্তিই ইরানকে পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে পারে। তিনি বলেন, কেউ এর চেয়ে ভালো কোনো উপায় নিতে আসতে পারবে না বলে তিনি মনে করেন। ওই চুক্তি থেকে সরে আসতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ছাড়া তিনি ইরানের ওপর পুনরায় অবরোধ আরোপেরও হুমকি দিয়েছেন। তবে ইইউ পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান ফ্রেডেরিকা মোঘেরিনি বলছেন, এই চুক্তি কাজ করছে। এবং ইরানের পরমাণু কর্মসূচির ওপর আন্তর্জাতিক স¤প্রদায় ভালোভাবে নজরদারি করতে পারছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে ইরানের সঙ্গে সম্পাদিত পরমাণু চুক্তি মেনে চলার তাগিদ দিয়েছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। প্রেসিডেন্ট ম্যাক্রন বিরাজমান বৈশ্বিক উত্তেজনা প্রশমনে ভ’মিকা রাখতে চেষ্টা করছেন। বৃহ¯পতিবার ম্যাক্রনের অফিস থেকে বলা হয়, ফ্রেঞ্চ প্রেসিডেন্ট ফোন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে। আলাপকালে তিনি ট্রাম্পকে ইরানের সঙ্গে সম্পাদিত পরমাণু চুক্তি মেনে চলার তাৎপর্য সম্পর্কে জানান। বলেন, বৈশ্বিক মত সম্পাদিত ওই চুক্তির পক্ষে। এদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি চুক্তিটি থেকে সরে যায়, তাহলে তারাও এর উপযুক্ত জবাব দিতে প্রস্তুত। অপর এক খবরে বলা হয়, মার্কিন অর্থমন্ত্রী স্টিভ এমনাচিন জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করতে পারেন। গত বৃহস্পতিবার মার্কিন অর্থনমন্ত্রী এ মন্তব্য করেছেন। ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করতে ২০১৫ সালে ছয় জাতিগোষ্ঠী চুক্তি করে। পূর্বসূরি বারাক ওবামার আমলে করা চুক্তিটির সমালোচনা করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত অক্টোবরে ট্রাম্প বলেছিলেন, তিনি চুক্তিটি সংশোধন করতে চান অথবা এর থেকে যুক্তরাষ্ট্রকে সম্পূর্ণ প্রত্যাহার করতে চান। এদিকে বৃহস্পতিবার ইরানের সঙ্গে ২০১৫ সালের পরমাণু চুক্তি থেকে সরে না আসার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহবান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইইউ পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ফ্রেদেরিকা মেঘারিনি বলেছেন, এই চুক্তিটি কাজ করছে, ইরানের পরমাণু কর্মসূচীর উপর আন্তর্জাতিক স¤প্রদায় ভালোভাবে নজরদারি করতে পারছে। এরকম একটি চুক্তি রক্ষা করতে বিশ্ব স¤প্রদায়ের এক থাকা দরকার, যা বিশ্বকে নিরাপদ করতে পারে। মার্কিন অর্থমন্ত্রী এমনাচিন সাংবাদিকদের বলেছেন, আমরা তাদের দিকে অব্যাহতভাবে লক্ষ্য রাখছি। আমরা তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছি এবং আমি মনে করি আগামীতে আরো নিষেধাজ্ঞা আসতে পারে বলে আপনারা আশা করতে পারেন। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ