Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কিম জংয়ের সাথে আমার সম্পর্ক খুব ভালো : ট্রাম্প

| প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে তার সম্পর্ক খুব ভালো। ওয়াল স্ট্রিট জার্নালে প্রদত্ত এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমার তো মনে হয় কিম জং উনের সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো। লোকজনের সঙ্গে আমার সম্পর্ক আছে। মনে হচ্ছে, এটা শুনে আপনারা বিস্মিত। উত্তর কোরিয়ার পরমাণু প্রকল্প নিয়ে ট্রাম্প ও কিম উভয়ই পরস্পরের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ বাক্যবাণ ছুড়েছেন। দু’জন দু’জনকে পাগলও বলেছেন। কয়েক মাস আগেও ট্রাম্প উত্তর কোরিয়ার উপর ‘আগুনের বৃষ্টি ঝরানোর’ হুমকি দিয়েছেন। অন্যদিকে, কিম যুক্তরাষ্ট্রের মূলভূখÐে আঘাত হানতে সক্ষম পরমাণু অস্ত্র তৈরিকে তার দেশ অনেকটা অগ্রসর হয়েছে বলে সতর্ক করেছেন। কিমের সঙ্গে কখনও সরাসরি কথা বলেছেন কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। কথা বলা বা না বলা নিয়ে কিছু বলতে চাই না। আমি আসলে কিছু বলতেই চাই না। এর আগেও একবার কিমের সঙ্গে তার ‘বন্ধুত্ব হওয়ার সম্ভাবনা’ নিয়ে কথা বলেছিলেন ট্রাম্প। ওয়াল স্ট্রিট জার্নাল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ