Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লক্ষণীয় হারে বেড়েছে পর্নো দেখা

২০১৭ সালে ৪০ লাখ পর্নো ভিডিও আপলোড করেছে পর্নোহাব

| প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পর্নোগ্রাফি ওয়েবসাইট পর্নোহাব ভিজিট করেছে ২,৮৫০ কোটিরও বেশি মানুষ। নারীদের পর্নো দেখাও গতবছর লক্ষণীয় হারে বেড়েছে। পর্নোহাব তাদের বার্ষিক পর্যবেক্ষণ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ব্যাপক চাহিদার কারণে ২০১৭ সালে মোট ৪০ লাখ পর্নো ভিডিও সাইটে আপলোডও হয়েছে বলে জানিয়েছে পর্নোহাব।ওয়েবসাইটটির পর্যবেক্ষণে সবচেয়ে বড় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি পরিলক্ষিত হয়েছে তা হল, নারীদের পর্নোগ্রাফি দেখার হার বেড়ে যাওয়া। ‘এক্সহ্যামস্টার’ নামক আরেক পর্নোসাইটের পরিসংখ্যানেও দেখা গেছে, নারীরা বেশি মাত্রায় পর্নো দেখেছে। গতবছর জুড়ে ‘পর্নো ফর উইমেন’ কিওয়ার্ডে পর্নো খোঁজা হয়েছে ব্যাপকহারে। বিশ্বে দক্ষিণ আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের নারীরাই পর্নো বেশি দেখেছে। পর্নোহাবে ২০১৭ সালে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে রিক এন্ড মর্টি এবং ফিজেট স্পিনার পর্নো। মে মাসে ১০ দিনে ২৫ লাখের বেশি ভিউয়ার এ পর্নোগুলো সার্চ করেছে। আর ‘পর্নো ফর উইমেন’ ভিডিও খোঁজার হার গতবছর ১৪শ’ শতাংশের বেশি বেড়েছে। পর্নোসাইট ‘এক্সহ্যামস্টার’ এর প্রতিবেদন অনুযায়ী, গত বছর বিশ্বব্যাপী নারীদের মধ্যে এ সাইট দেখার হার ২ দশমিক ৪ শতাংশ বেড়েছে। আর প্রতিটি দেশের আলাদা হিসাব মতে, সাইটটিতে দক্ষিণ আফ্রিকার নারীদের পর্নো দেখার হার সবচেয়ে বেশি বেড়েছে; যা প্রায় ২৩ শতাংশ। তবে চীনের নারীদের মধ্যে পর্নোগ্রাফি দেখার হার কমেছে। গত বছর দেশটির নারীদের মধ্যে পর্নো দেখার হার ২৮ শতাংশ কম ছিল। পর্নোহাব তাদের পর্যবেক্ষণ প্রতিবেদনে পর্নো সার্চের ক্রমানুসারে ২০ টি দেশের তালিকা দিয়েছে। এ তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ভারত। এরপর আছে জাপান, কানাডা, ফ্রান্স, জার্মানিসহ বিশ্বের অন্যান্য দেশগুলো। এখন স্মার্টফোনের মাধ্যমেই সবচেয়ে বেশি মানুষ পর্নোসাইট ভিজিট করে এবং পর্নোগ্রাফি দেখে, সংখ্যার হিসাবে তা ৭৬ শতাংশের বেশি। গতবছর সবচেয়ে বেশি যে চরিত্রগুলো খোঁজা হয়েছে তার মধ্যে অন্যতম ছিল হার্লি কুইন। পর্নোহাবের প্রকাশিত একটি গ্রাফিক চিত্রে মধ্যরাতেই বেশির ভাগ মানুষের পর্নো সার্চের প্রবণতা লক্ষ্য করা গেছে। তবে গতবছর বিশ্বের বেশিরভাগ দেশে নতুন বছর শুরুর আগের দিন মধ্যরাতে পর্নোগ্রাফি নিয়ে মানুষের আগ্রহ দেখা গেছে কম। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ