নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : দিল্লী ওপেন আন্তর্জাতিক গ্র্যান্ড মাস্টারস দাবায় চতুর্থ রাউন্ড শেষে পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন বাংলাদেশের সাইফ স্পোর্টিং ক্লাবের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান। ভারতের নয়া দিল্লীতে গতকাল সাদা ঘুঁটি নিয়ে ট্রমপোস্কি এ্যাটাক পদ্ধতিতে খেলে ৪৩ চালের মাথায় ভিয়েতনামের গ্র্যান্ড মাস্টার ট্রান তুয়ান মিনকে হারান জিয়া। তৃতীয় রাউন্ডে জিয়া ভারতের ভাম্বুরে শান্তানুকে পরাজিত করেন চতুর্থ রাউন্ডে তাহসিন ভারতের সপ্তর্ষি গুপ্তার সাথে ড্র করেন ও মোঃ আবুল কাশেম ভারতের মানিষ আন্ত ক্রিস্টিয়ানোর কাছে হেরে যান। জিয়ার ছেলেও অংশ নিয়েছে এই টুর্নামেন্টে, তাহসিন তাজওয়ার জিয়া দেড় পয়েন্ট ও বাংলাদেশের আরেক দাবাড়– মোঃ মিজানুর রহমানের ঝুলিতে এক পয়েন্ট। ২৩ টি দেশের ১৮ জন গ্র্যান্ড মাস্টার ২ জন মহিলা গ্র্যান্ড মাস্টার ২০ জন আন্তর্জাতিক মাস্টার এবং ৬ জন মহিলা আন্তর্জাতিক মাস্টারসহ ৩১৫ দাবাড়– অংশ নিচ্ছে প্রতিযোগীতায়। একই স্থানে অনুষ্ঠানরত রেটিং বি ক্যাটাগরি দাবা প্রতিযোগিতাা সপ্তম রাউন্ডের খেলা শেষে বাংলাদেশের মোঃ শহীদুল ইসলাম ৭ খেলায় ৪ পয়েন্ট, যদুনাথ বিশ্বাস, মোঃ টিপু সুলতান এবং মোঃ আকমল হোসেন খান ৩ পয়েন্ট করে পেয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।