Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

সন্ত্রাসী হচ্ছে ইসরাইল প্রতিরোধ যোদ্ধারা নয়

জাতিসংঘ দূতের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে হামাস

| প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


ইনকিলাব ডেস্ক : জাতিসংঘের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত নিকোলাই মøাদিনভ ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনকে ‘সন্ত্রাসী’ আখ্যায়িত করে যে বক্তব্য দিয়েছেন তার তীব্র প্রতিবাদ জানিয়েছে হামাস। গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী হামাস এক বিবৃতিতে বলেছে, মøাদিনভ ভালো করে জানেন, ইহুদিবাদী ইসরাইল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ফিলিস্তিনি শিশুদের হত্যা করছে এবং তাদের ভূমি জবরদখল করে টিকে রয়েছে। কাজেই সন্ত্রাসী যদি কেউ হয়ে থাকে তাহলে সে ইহুদিবাদী ইসরাইল সন্ত্রাসী; প্রতিরোধ যোদ্ধারা নয়। হামাসের বিবৃতিতে আরো বলা হয়েছে, ইহুদিবাদীদের দখলদারিত্ব, দমন অভিযান ও গণহত্যার জের ধরে প্রতিরোধ সংগ্রামের সূচনা হয়েছে। জবরদখল না থাকলে প্রতিরোধের কোনো প্রয়োজন হতো না। জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মøাদিনভ ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরাইলের চলমান মানবতা বিরোধী অপরাধের কোনো নিন্দা না জানিয়ে গত মঙ্গলবার ফিলিস্তিনি যোদ্ধাদের হামলায় একজন ইহুদিবাদীর নিহত হওয়ার ঘটনাকে ‘সন্ত্রাসী তৎপরতা’ বলে আখ্যায়িত করেছেন। তিনি এমন সময় ফিলিস্তিনের বাস্তবতাকে উল্টো করে দেখানোর চেষ্টা করলেন যখন ২০১৭ সালে ইহুদিবাদী সেনাদের গুলিতে অন্তত ১২ ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে বলে একটি আন্তর্জাতিক সংগঠন জানিয়েছে। মিডল ইস্ট মনিটর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ