Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভিডিও ফুটেজ মুছে ফেল নইলে গ্রেফতার

| প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


ইনকিলাব ডেস্ক : বোস্টনের লোগান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের টার্মাকে প্রায় দুই ঘণ্টা আটকে থাকা যাত্রীরা এয়ারলাইন্সের এক স্টাফের কাছ থেকে তাদের ফোনের ভিডিওগুলি মুছে ফেলার জন্য নির্দেশিত হয়েছিলেন এবং এই আদেশ মানা না হলে তাদের গ্রেফতারের হুমকি দেয়া হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে টরন্টো বিমানবন্দরে আটকেপড়া পোর্টার এয়ারলাইন্সের যাত্রীরা উড্ডয়নের আগ মুহূর্তে জানতে পেরেছিল যে, বিমানটির যান্ত্রিক ত্রæটির কারণে তাদের যাত্রা বাতিল হয়ে যাবে। কর্তৃপক্ষ তাদের বিমান ছেড়ে টার্মিনাল ভবনে গিয়ে অপেক্ষা করার নির্দেশ দেয়। পোর্টার এয়ারলাইন্সের কর্মকর্তারা বলেন, ঘূর্ণিঝড় ‘বোম্ব’ বোস্টন এবং পূর্ব উপকূলসহ অন্যান্য অংশে আঘাত হানে, ফলে ফ্লাইট সিডিউলে কিছুটা বিপর্যয় ঘটে। পরবর্তীতে এয়ারলাইন্সের টার্মিনাল গেটের পাবলিক এড্রেসিং সিস্টেমটি কাজ করছিল না। ফলে এয়ারলাইন্স স্টাফগণ যাত্রীদের কাছ থেকে পৃথকভাবে তথ্য হালনাগাদের কাজটি সম্পন্ন করেন। যাত্রীরা তাদের ফোন এবং অন্যান্য ডিভাইস থেকে তথ্য আদান-প্রদান করেন। ফ্লাইটের একজন যাত্রী এয়ারলাইন্স স্টাফদের এই আচরণের বিভিন্ন অংশ তার ক্যামেরায় ধারণ করলে তাকে ভিডিও মুছে না ফেলা হলে পুলিশের কাছে হস্তান্তরের হুমকি দেওয়া হয়। নিউজ উইক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ