Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিরাজগঞ্জে অস্ত্র-গুলিসহ যুবলীগ নেতা আটক

সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০১৮, ৩:৩০ পিএম

সিরাজগঞ্জের সলঙ্গায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ আরমান আলী (৩৫) নামে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদককে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন- র‌্যাব-১২ এর সদস্যরা।
বুধবার রাতে সলঙ্গা থানার গোলকপুর এলাকার নিজ বাড়ি থেকে অস্ত্রসহ আরমান আলীকে আটক করা হয়।
আটককৃত আরমান গোলকপুর গ্রামের ইয়াকুব আলী মন্ডলের ছেলে ও সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১২ স্পেশাল কোম্পানি সিরাজগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর সাফায়াত আহাম্মদ সুমন পিএসসি।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে সলঙ্গার থানার গোলকপুর এলাকার আরমান আলীর বাড়িতে অভিযান চালায় র‌্যাব-১২ সদস্যরা। এ সময় একটি ওয়ান শুটারগান, ২ রাউন্ড কার্তুজ, দুইটি মোবাইল ফোন ও নগদ ৭২৫০ টাকাসহ আরমানকে আটক করা হয়। এব্যাপারে সলঙ্গা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ