Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জেলার অ্যাথলেটদের দৈন্যদশা!

| প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশ যুব গেমসের বিভাগীয় পর্যায়ে দেখা গেছে বিভিন্ন জেলার অ্যাথলেটদের দৈন্যদশা। গেমসের এই পর্যায়ে ঢাকা বিভাগে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) অ্যাথলেটরা আলো ছড়ালেও অনেকটা অনুজ্জ্বল ছিলেন জেলার অ্যাথলেটরা। গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ঢাকা বিভাগের অ্যাথলেটিক্স ডিসিপ্লিনে এমন চিত্রই ফুটে উঠেছে। এদিন যুব গেমসের এই বিভাগের খেলায় বালিকাদের ১০০ ও ২০০ মিটার স্প্রিন্ট এবং লংজাম্পে সেরা হন মানিকগঞ্জের দিশা সুলতানা। যিনি বিকেএসপির ছাত্রী। এই তিন ইভেন্টে তার ধারে কাছেও ছিলেন না জেলার কোন অ্যাথলেট। অন্যদিকে বালকদের ১০০ মিটার স্প্রিন্টে প্রথমস্থান পান নারায়ণগঞ্জের নাদিম মোল্লা এবং বালিকাদের হাইজাম্পে টাঙ্গাইলের জান্নাতুল সেরার মুকুট পড়েন। ৪০০ মিটার স্প্রিন্টেও রুপা জিতেন তিনি। এ দু’জনও বিকেএসপির শিক্ষার্থী। বছরের বেশীরভাগ সময় তারা থাকেন প্রশিক্ষণের মধ্যে। তাদের ছাড়িয়ে যাবে কিভাবে জেলার অ্যাথলেটরা। কোন গেমস শুরু হওয়ার ১৫ দিন বা মাসখানেক আগে শুরু হয় যাদের অনুশীলন। যুব গেমসে হতাশার খবর সেরাদের নিয়েও কম নয়। কারণ জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়ে সোনা জেতা এই অ্যাথলেটরা যুব গেমসের বিভাগীয় পর্যায়ে সেটাও করে দেখাতে পারেননি।
দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ তুলে আনার লক্ষ্যেই যুব গেমসের আয়োজন। কিন্তু এই গেমসে নিজেদের জেলার হয়ে বিকেএসপির প্রায় শতাধিক অনূর্ধ্ব-১৭ ক্রীড়াবিদ অংশ নিচ্ছেন বলে একটি সূত্র জানিয়েছে। এটা কি নতুন ক্রীড়াবিদ বের করে আনার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে না? বিষয়টি মানতে নারাজ বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) উপ-মহাসচিব এবং যুব গেমস স্টিয়ারিং কমিটির সদস্য সচিব আশিকুর রহমান মিকু। তিনি বলেন, ‘শুধু বিকেএসপির ছাত্র-ছাত্রীরাই যে যুব গেমসে পদক জিতছে তা কিন্তু নয়। অধিকাংশ বিভাগেই স্থানীয় ছেলে-মেয়েরাও পদক জিতে নিচ্ছে। এতেও আমাদের লক্ষ্য পূরন হচ্ছে। অনেক ক্রীড়াবিদদেরই খুঁজে পাচ্ছি আমরা।’ তিনি যোগ করেন, ‘প্রথমবারের মতো মাঠে গাড়িয়েছে যুব গেমস। তাই অনেক ভুল ভ্রান্তি থাকতেই পারে। ভবিষ্যতে সব বিষয় ভেবে চিন্তেই আমরা গেমস করবো। যেহেতু বিকেএসপির ছেলে-মেয়েরা সারা বছর অনুশীলনের মধ্যে থাকে, তাই তাদের সঙ্গে পাল্লা দেয়ার জন্য জেলা এবং বিভাগেও গেমসের অনেক আগেই যাতে অ্যাথলেটদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় সেদিকে খেয়াল রাখা হবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ