নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : এক ম্যাচ হাতে রেখেই ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর্ণ আসর প্রিমিয়ার লিগের টানা দ্বিতীয় শিরোপা জিতেছে ঢাকা আবাহনী লিমিটেড। অন্যদিকে লিগের শেষ রাউন্ডের আগে রানার্সআপও নিশ্চিত করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এই দু’দলের হাতে ট্রফি তুলে দেয়া হবে আজ। ট্রফি হাতে পাবার আবহে সন্ধ্যা সাড়ে সাতটায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দু’দলকে ট্রফি তুলে দেবেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন। এ সময় সিনিয়র সহ-সভাপতি ও পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদী উপস্থিত থাকবেন। এদিনই শুরু হবে লিগের শেষ রাউন্ডের খেলা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকাল সাড়ে তিনটায় দিনের প্রথম ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাব মুখোমুখী হবে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবের। সন্ধ্যা পৌনে ৬টায় দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে ঢাকা ও চট্টগ্রাম আবাহনী।
চলতি লিগে এক ম্যাচ হাতে রেখেই ২১ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে ঢাকা আবাহনী চ্যাম্পিয়ন এবং সমান ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।