Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

ব্যস্ত সূচী নিয়ে ক্যাম্পে কিশোরীরা

| প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : নারী ফুটবলে চলতি বছর বাংলাদেশের ব্যস্ত সূচী থাকছে। জাতীয় ও বয়সভিত্তিক টুর্নামেন্ট মিলিয়ে দেশ-বিদেশে চলতি বছর প্রায় আটটি টুর্নামেন্ট খেলবেন সাবিনা, মারিয়ারা। সেই লক্ষ্যে সিনিয়র ও জুনিয়র ৩৫ জন ফুটবলারকে নিয়ে প্রাথমিক ক্যাম্প শুরু করছেন বাংলাদেশ মহিলা ফুটবল দলের প্রধান কোচ গোলাম রব্বানী ছোটন। আজ থেকে শুরু হবে এই ক্যাম্প।
গত বছরের ২৪ ডিসেম্বর ঢাকায় সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে শিরোপা জয় করে লাল-সবুজের কিশোরী দল। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কিশোরীদের সাফল্যে উচ্ছ¡সিত হয়ে তাদের সংবর্ধনা দেয়ার পাশাপাশি অর্থ পুরষ্কারও ঘোষনা করে। এরপরই ছুটি পান আঁখি খাতুন-মারিয়া মান্ডারা। ছুটি কাটিয়ে ফের তারা ফিরছেন ক্যাম্পে। এ প্রসঙ্গে ছোটন বলেন, ‘এ বছরে মেয়েদের আটটি টুর্নামেন্টে অংশ নিতে হবে। তাই সিনিয়র ও জুনিয়র মিলিয়ে ৩৫ জন ফুটবলারকে ক্যাম্পে ডেকেছি। তাদেরকে ঘুরিয়ে-ফিরিয়ে বিভিন্ন টুর্নামেন্টে খেলানো হবে।’ ক্যাম্পে রয়েছেন জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুন, যিনি বয়সভিত্তিক দলগুলোর সহকারী কোচ হিসেবেও কাজ করেন। এবারের অনুশীলন ক্যাম্পেও সাবিনা দু’টি দায়িত্ব পালন করবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ