Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আগামী নির্বাচনেও জয়ী হব : ট্রাম্প

| প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : গত রোববার গোল্ডেন গেøাব অ্যাওয়ার্ডে দেয়া ভাষণের পর জনপ্রিয় টিভি উপস্থাপক ও অস্কারের জন্য নমিনেশন পাওয়া অপরাহ উইনফ্রের ২০২০ সালে যুক্তরাষ্ট্রের নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে আলোচনায় এসেছেন। তবে এই গুঞ্জনকে স্বভাবসুলভ তুড়ি মেরেই উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আমি জানি সে আমার বিরুদ্ধে নির্বাচনে দাঁড়াবে না। যদিও দাঁড়ায়ও অবশ্যই আমিই জয়ী হব। রোববার গোল্ডেন গেøাব চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে অপরাহ উইনফ্রের ভাষণের পর দেশটির অনেক ধনাঢ্য ব্যক্তির নজরে এসেছেন তিনি। অনেকেই মনে করছেন, আগামী নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হতে পারেন এই টিভি তারকা। ট্রাম্প অস্কার নমিনি টেলিভিশন উপস্থাপক সম্পর্কে বলেন, আমি তাকে অনেক ভালভাবে চিনি এবং পছন্দ করি। আমি মনে করি না সে আমার বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করবে। যদি অংশগ্রহণ করেও আমি অপরাহকে পরাজিত করবো। ডেমোক্রেটদের একটা অংশ ২০১৬ সালে হিলারি ক্লিনটনের ট্রাম্পের কাছে নির্বাচনে হেরে যাওয়ার পর থেকেই এই টেলিভিশন তারকাকে তাদের নেত্রী বানানোর চিন্তা করছেন। তবে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচনে অংশগ্রহণ বিষয়টি এখনো গুঞ্জনই। খুব কম লোকই এটা মনে করেন যে, ৬৩ বছর বয়সী এই উপস্থাপক নির্বাচনে অংশগ্রহণ করবেন। এনডিটিভি।



 

Show all comments
  • Toukir Ahmed ১১ জানুয়ারি, ২০১৮, ৭:১৪ পিএম says : 0
    ট্রাইম্পা খালি লাপ দেয় বেশি লাপ দিলেই চিত্য হইয়া পড়ব।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ