Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাম্পের কর্মকান্ড পাগলের মত : খামেনি

| প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অস্থির মতির মানুষ ও তার কর্মকান্ড পাগলের মতো বলে উল্লেখ করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। ইরানের স্থানীয় সময় গত মঙ্গলবার এক টুইটবার্তায় তিনি লিখেন, হোয়াইট হাউজের প্রধান হিসেবে যে লোকটি বসে আছেন তাকে খুবই অস্থির মতির মানুষ মনে হয়, তার অনুধাবন করা উচিত যে, তার চরমপন্থা ও পাগলদের মতো কর্মকান্ডকে কোনও প্রতিক্রিয়া ছাড়াই ছেড়ে দেওয়া হবে না। সরকারবিরোধী সা¤প্রতিক বিক্ষোভের জন্য যুক্তরাষ্ট্র ও ব্রিটেনকে দায়ী করে এর জবাব দেয়ার হুমকিও দিয়েছেন আলি খামেনি। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও তীব্র সমালোচনা করে বলেছেন, ট্রাম্প অত্যন্ত অস্থিতিশীল মানুষ যে চরম ও মানসিক উপাখ্যান দেখায়। তিনি বলেন, ইরানের কাছে শক্ত প্রমাণ রয়েছে যে, সা¤প্রতিক সময়ের প্রাণঘাতী বিক্ষোভ পরিষ্কারভাবেই বিদেশি নির্দেশনায় পরিচালিত হয়েছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা বলেন, মার্কিন কর্মকর্তাদের জানা উচিত যে প্রথমত, তারা তাদের নিশানা থেকে লক্ষ্যচ্যুত হয়েছে, দ্বিতীয়ত, তারা ইরানের ওপর ক্ষতি চাপিয়ে দিয়েছে এবং তাদের জানা উচিত জবাব ছাড়া এর ছাড় দেয়া হবে না। পার্সটুডে।



 

Show all comments
  • ১১ জানুয়ারি, ২০১৮, ৭:০৫ পিএম says : 0
    ট্রাম্প হইল গিয়া .................
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ