মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ইসরাইলি যুদ্ধ বিমান থেকে সিরিয়ার একটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে দাবি করেছে সিরীয় সেনাবাহিনী। গত মঙ্গলবার ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় বলে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে। সিরীয় সেনাবাহিনী জানায়, রাজধানী দামেস্কর কাছে আল-কুতাইফা এলাকার একটি বিমানঘাঁটিতে ইসরাইলি যুদ্ধবিমান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। লেবাননের আকাশসীমায় বিমানটি অবস্থান করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ক্ষেপণাস্ত্রটি একটি বিমানে আঘাত করেছে। সেনাবাহিনী আরও জানায়, ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পরপরই ইসরাইল ভূমি থেকে ভূমিতে আঘাত করতে সক্ষম ক্ষেপণাস্ত্র ছুড়ে। কিন্তু সিরীয় প্রতিরক্ষাবাহিনী তা ধ্বংস করে। ইসরাইল চারটি ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। একটি ধ্বংস করলেও বাকি তিনটা ক্ষতি সাধন করেছে। সিরীয় সেনাবাহিনীর এই বিবৃতি প্রসঙ্গে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন ইসরাইলি সেনাবাহিনীর এক মুখপাত্র। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।