Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্যালিফোর্নিয়ায় বন্যা ভূমিধসে নিহত ১৩

| প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দক্ষিণাঞ্চলে ভারী বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। হাসপাতালে ভর্তি করতে হয়েছে প্রায় ১৬৩ জন। গতকাল বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এসব কথা বলা হয়। অন্তত ২০ জন দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং চারজনের অবস্থা গুরুতর। এখনও রোমারো ক্যানিয়নে আটকা পড়ে আছে ৩০০ মানুষ। পুলিশ জানায়, জায়গাটি এখন বিশ্বযুদ্ধের ধ্বংসাবশেষ এর মতো দেখাচ্ছে। গত মাসে দাবানলের কারণে অনেক এলাকা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যা ও ভূমিধস হয়েছে। মূল উপকূলে ৪৮ কিলোমিটার রাস্তা বন্ধ হয়ে আছে। জরুরি বিভাগ থেকে জানানো হয়, অনেক মানুষ এখনও নিখোঁজ রয়েছে। তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হাজার হাজার মানুষ ঘটনাস্থল থেকে পালিয়ে আসছেন। এখন পর্যন্ত অর্ধশতাধিক উদ্ধার কাজ পরিচালনা করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়, এই দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উপকূলীয় মন্টেসিটো শহর। এই শহরেই সবচেয়ে বেশি হতাহত হয়েছে। ভূমি ধসের পর রাস্তায় কাদা জলের পাশাপাশি বড় বড় পাথর পড়ে থাকতে দেখা গেছে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ