মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ব্যবসা-বাণিজ্য ও অন্যান্য ক্ষেত্রে গত বছরটি ছিল যুক্তরাষ্ট্রসহ প্রধান অর্থনীতির দেশগুলোর জন্য ইতিবাচক একটি বছর। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে সে সাফল্য একটি বড় প্রশ্নের মুখে পড়েছে। গেল বছরে তিনটি শক্তিশালী হারিকেন, দাবানল, শিলাবৃষ্টি, বন্যা, টর্নেডো, খরাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে যুক্তরাষ্ট্রের ক্ষতি হয়েছে ৩০ হাজার ৬০০ কোটি ডলার; যা ইউরোপীয় দেশ ডেনমার্কের বার্ষিক জিডিপির সমান। যুক্তরাষ্ট্রের জাতীয় সামুদ্রিক ও পরিবেশ প্রশাসন-ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (এনওএএ) সোমবার এ আশঙ্কাজনক তথ্যগুলো সামনে নিয়ে আসে। ২০১৭ সালে যুক্তরাষ্ট্র অন্তত ১৬টি বড় প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়েছে। প্রতিটি দুর্যোগেই অন্তত ১০০ কোটি ডলারের বেশি সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। এক বছরে দুর্যোগের সংখ্যার দিক থেকে ২০১১ সালের সমান হলেও ক্ষয়ক্ষতির দিক থেকে অতীতের রেকর্ড ভেঙে দিয়েছে। টাইম, ইউএসএ টুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।