Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আলজেরিয়ায় ৯শ’ পণ্য আমদানি নিষিদ্ধ

| প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : তেল ও গ্যাসের দাম কমে যাওয়ায় বাণিজ্য ঘাটতি কমাতে ৯০০টি পণ্য আমদানি নিষিদ্ধ করেছে আলজেরিয়া সরকার। এসব পণ্যের মধ্যে মোবাইল ফোনসেট, গৃহস্থলী জিনিসপত্র ও শাক-সবজিও রয়েছে বলে জানিয়েছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। এ অস্থায়ী নিষেধাজ্ঞা ইতোমধ্যেই বেশ প্রভাব ফেলেছে। ২০১৪ সাল থেকে অপরিশোধিত তেলের দাম পড়তে থাকলেও উত্তর আফ্রিকার ওপেকভুক্ত তেল উৎপাদনকারী এ দেশটির বাণিজ্য ঘাটতি কমানোর ক্ষেত্রে এটাই সবচেয়ে কঠোর উদ্যোগ। আলজেরিয়ায় বাজেট সাধারণত ৬০ শতাংশই তেল ও গ্যাসনির্ভর করে করা হয়। কিন্তু তেল ও গ্যাসের দাম অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় তাদের অর্থনৈতিক কাঠামোতে ব্যাপক প্রভাব ফেলেছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দেশিটির আমদানি নিষিদ্ধ পণ্যের মধ্যে মোবাইল ফোনসেট, ফার্নিচার, অধিকাংশ শাক-সবজি, গোশত, ফলমূল, পনির, চকলেট, পাস্ট্রিজ, পাস্তা, জুস, বোতলের পানি, নির্মাণ সামগ্রিও রয়েছে। মিডল ইস্ট মনিটর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ