Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট পদে লড়বেন উইনফ্রে?

| প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতার কথা ভাবছেন দেশটির জনপ্রিয় টেলিভিশন টকশো’ উপস্থাপিকা অপরাহ উইনফ্রে। সিএনএন’কে উইনফ্রে’র দুই ঘনিষ্ঠ বন্ধু জানান, তিনি খুব সক্রিয়ভাবেই বিষয়টি নিয়ে চিন্তা-ভাবনা করছেন। গোল্ডেন গেøাবসের সানডে নাইটে ব্যতিক্রমী বক্তৃতা দিয়েছেন অপরাহ উইনফ্রে। তার ওই বক্তব্যের পরই ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে উইনফ্রে লড়তে পারেন বলে জল্পনা সৃষ্টি হয়েছে। উইনফ্রের কয়েকজন আস্থাভাজন সহযোগীও তাকে ব্যক্তিগতভাবে নির্বাচনী দৌড়ে নামার জন্য উৎসাহিত করছেন। তবে অপরাহ উইনফ্রে এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন তার এক বন্ধু। উইনফ্রের একজন প্রতিনিধির কাছে নির্বাচনে দাঁড়ানোর বিষয়টি জানতে চাওয়া হলে তিনিও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি। যুক্তরাষ্ট্রের আগামী নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী চূড়ান্তের প্রক্রিয়া এখনো শুরু হয়নি। এবছর মধ্যবর্তী নির্বাচনের পর সে প্রক্রিয়া শুরু হতে পারে। সিবিএস নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ