Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আশরাফুলের ফেরার ম্যাচে উজ্জ্বল মুমিনুল

| প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : দক্ষিণ আফ্রিকা সফরে ছিলেন ওয়ানডে দলে। কিন্তু কোনো ম্যাচ খেলার সুযোগ না পেলেও বাদ পড়েছেন ত্রিদেশীয় টুর্নামেন্টের বাংলাদেশ দল থেকে। সেই খেদ থেকেই কিনা, বড় দৈর্ঘ্যরে ম্যাচেও মুমিনুল হক ব্যাট করলেন ওয়ানডের গতিতে। বিসিএলের নতুন আসরের প্রথম দিন বাঁহাতি এই ব্যাটসম্যান রাঙালেন বড় সেঞ্চুরিতে। বিসিএলের প্রথম রাউন্ডের প্রথম দিনে বিকেএসপিতে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের বিপক্ষে ৫ উইকেটে ৩৪০ রান করেছে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল। মুমিনুলের সামনে হাতছানি ডাবল সেঞ্চুরির। পূর্বাঞ্চল অধিনায়ক প্রথম দিন শেষ করেছেন প্রায় ৮২ স্ট্রাইক রেটে অপরাজিত ১৬৯ রানের দারুণ ইনিংস খেলে।
আলোক স্বল্পতায় এদিন খেরা হয়েছে ৮৩ ওভার। টস জিতে ব্যাটিংয়ে নামা পূর্বাঞ্চলকে মোটামুটি ভালো শুরু এনে দেন লিটন দাস ও ইমতিয়াজ হোসেন। ৪৭ রানের উদ্বোধনী জুটি ভাঙেন অনিয়মিত মিডিয়াম পেসার সৌম্য সরকার। ওয়ানডে দলে জায়গা হারানো সৌম্য বোল্ড করেন জায়গা হারানো আরেক ব্যাটসম্যান লিটনকে (২০)। থিতু হয়ে যাওয়া আরেক ওপেনার ইমতিয়াজকে ৩৩ রানে বোল্ড করেন বাঁহাতি স্পিনার সাকলাইন সজিব। তিনে নামা মুমিনুল শুরু থেকেই ছিলেন সাবলীল। তৃতীয় উইকেটে তাকে সঙ্গ দেন ইয়াসির আলি চৌধুরী রাব্বি। ৭৫ রানের জুটি গড়েন দুজন ওভারপ্রতি ৫ রান তুলে। ইমতিয়াজের মত ইয়াসিরও ফেরেন ৩৩ রানে।
এই ম্যাচ দিয়েই আবার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ফিরেছেন ম্যাচ পাতানোর কলঙ্কে জড়ানো মোহাম্মদ আশরাফুল। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তার নিষেধাজ্ঞা আগামী অগাস্ট পর্যন্ত থাকলেও বিসিবির অনুমতি পেয়েছেন এই টুর্নামেন্টে খেলতে। জাতীয় দলের সাবেক অধিনায়ক আউট হয়ে যান ১৩ রানেই। ছয়ে নামা অলক কাপালিও খুব বেশি সুবিধা করতে পারেননি। তবে মুমিনুল বলের সঙ্গে পাল্লা দিয়ে রান করেছেন বলে গড়ে ওঠে আরেকটি জুটি। ৫৩ রানের জুটিতে অলকের রান ছিল ১৯।
প্রথম শ্রেণির ক্রিকেটে একাদশ সেঞ্চুরি স্পর্শ করেন মুমিনুল ১২৬ বলে। শতরানের জুটি গড়েন সাতে নামা জাকির হোসেনকে নিয়ে। দুজনের সৌজন্যে আর কোনো উইকেট হারায়নি পূর্বাঞ্চল। অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেট জুটির রান ১১৩। ১৮ চার ও ২ ছক্কায় ২০৭ বলে ১৬৯ রানে অপরাজিত মুমিনুল। প্রথম শ্রেণির ক্রিকেটে তার সর্বোচ্চ রান ২৩৯। জাকির দিন শেষ করেছেন ৪৭ রানে। দক্ষিণাঞ্চলের দুই বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক ও সাকলাইন সজিব দুটি করে উইকেট নিলেও দুজনই ছিলেন বেশ খরুচে।
বিকেএসপিতে যেখানে চলছে ব্যাটসম্যানদের রাজত্ব, ঠিক তার উল্টোপিঠ দেখছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। যেখানে বোলারদের দৌরাত্বে ওয়ালটন মধ্যাঞ্চলের বিপক্ষে প্রথম দিনেই অনেকটা এগিয়ে গেছে বিসিবি উত্তরাঞ্চল। বিপিএলে ব্যাটিংয়ে নজর কাড়লেও সেভাবে জ্বলে উঠেননি বল হাতে। তবে সাদা পোশাক, লাল বলে নিজের অলরাউন্ডার সত্তার পরিচয় দিয়েই চলেছেন আরিফুল হক। জাতীয় লিগে ব্যাটে-বলে আলো ছড়ানোর পর এবার তিনি বল হাতে উজ্জ্বল বিসিএলের প্রথম দিনেও। তার গতির কাছে মধ্যাঞ্চল অলআউট হয়ে যায় ১৮৮ রানে। উত্তরাঞ্চল দিন শেষ করেছে বিনা উইকেটে ৯৩ রান তুলে।
উত্তরাঞ্চলের পেস চতুষ্টয়ের সামনেই ধসে গেছে মধ্যাঞ্চলের ইনিংস। চারটি উইকেট নিয়েছেন আরিফুল। দুটি করে শফিউল ইসলাম ও শুভাশিস রায়। ফরহাদ রেজা নিয়েছেন একটি। বাকি একটি রান আউট, সেটিও করেছেন আরিফুল।

সংক্ষিপ্ত স্কোর
পূর্বাঞ্চল-দক্ষিণাঞ্চল
পূর্বাঞ্চল ১ম ইনিংস : ৮৩ ওভারে ৩৪০/৫ (ইমতিয়াজ ৩৩, লিটন ২০, মুমিনুল ১৬৯*, ইয়াসির ৩৩, আশরাফুল ১৩, অলক ১৯, জাকির ৪৭*; কামরুল রাব্বি ০/৪৭, জিয়াউর ০/১০, রাজ্জাক ২/১০৮, সৌম্য ১/৩১, মেহেদি ০/৬৮, সাকলাইন ২/৬৪, আল আমিন ০/১০)।

মধ্যাঞ্চল-উত্তরাঞ্চল
মধ্যাঞ্চল ১ম ইনিংস : ৫৬ ওভারে ১৮৮ (সাদমান ৯, রনি ৬, মেহরাব ২৭, রকিবুল ৪, মার্শাল ০, শুভাগত ২, তানবীর ১২, মোশাররফ ১৯, শুক্কুর ৫৭*, শরিফ ২, তাসকিন ৩৪; শফিউল ২/৩৯, শুভাশিস ২/৩৭, ফরহাদ রেজা ১/৩৫, আরিফুল ৪/৫৫, নাঈম ০/৬)।
উত্তরাঞ্চল ১ম ইনিংস : ২৬ ওভারে ৯৩/০ (শান্ত ৪২*, মিজানুর ৪৯*; তাসকিন ০/২৯, শরিফ ০/৩০, মোশাররফ ০/১৭, শুভাগত ০/১৩, তানবীর ০/৪)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ