নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
সরকার আদম আলী, নরসিংদী থেকে : বাংলাদেশ যুব গেমস ২০১৮’র ঢাকা বিভাগীয় কারাতে প্রতিযোগিতায় নরসিংদী জেলা ক্রীড়া সংস্থার খেলোয়াড়রা ব্যাপক সাফল্য অর্জন করেছে। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের অর্থায়নে জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের জিমনেসিয়াম কমপ্লেক্সে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় নরসিংদীর অংশগ্রহণকারী ১২ জন খেলোয়াড়ের মধ্যে ১০ জন স্বর্ণপদক লাভের গৌরব অর্জন করেছে। ২ জন পেয়েছে রৌপ্যপদক। এদের মধ্যে স্বর্ণপদক বিজয়ীরা হলেন আব্দুল কাদির ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র সাইফুল ইসলাম মুহিত (-৪৫ কেজি), মারিয়া আক্তার ইমা (-৪০ কেজি), নরসিংদী মডেল কলেজের ছাত্র জি.এম কিবরিয়া (+৬০ কেজি), তানভীর হোসেন(-৫০ কেজি), নরসিংদী সরকারী কলেজের ছাত্রী তসলিমা খান (-৬০ কেজি), মাহফুজা আক্তার (-৫৫ কেজি), আসমা আক্তার (-৫০ কেজি), পলাশতলী কাসিমুল উলূম দাখিল মাদ্রাসার ছাত্র মো: হাবিবুর রহমান (-৫৫ কেজি), গাউছিয়া পেশোয়ারিয়া সুন্নিয়া মাদ্রাসার ছাত্র আবু কাউছার অন্তু (-৬০ কেজি), মাধবদী এসপি ইনস্টিটিউশনের ছাত্র কাজল (+৬০ কেজি) এবং রৌপ্য পদক অর্জনকারীরা হলেন আব্দুল ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র খায়রুল ইসলাম ফুয়াদ (-৪০ কেজি)। প্রতিযোগিতায় নরসিংদী জেলা ক্রীড়া সংস্থার টিম ম্যানেজার ছিলেন আমীর হোসেন বাবু। টিমের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন নরসিংদী জেলা কারাতে এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মার্শাল রুপু আহমেদ। গত ২১ ডিসেম্বর যুব গেমস জেলা পর্যায়ের বাছাই পর্বে প্রতিযোগিতা করে ৬ ইভেন্টে ৬ জন মেয়ে এবং ৬ ইভেন্টে ৬ জন ছেলে বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।