নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার আস্থার প্রতিদান দিতে গিয়ে বিপিএলে নিজেকে উজাড় করে দিয়েছিলেন মোহাম্মদ মিথুন। রংপুর রাইডার্সের এবার বিপিএলের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল মিথুনের। ১৩ ইনিংসে ২৯.৯০ গড়ে তিনি করেন ৩২৯ রান। স্থানীয় ব্যাটসম্যানদের মধ্যে তার চেয়ে বেশি রান ছিল কেবল তামিম ইকবালের (৩৩২)। উইকেটরক্ষক-ব্যাটসম্যান মনে করেন, সেই পারফরম্যান্স ওয়ানডে দলে ফিরিয়েছে তাকে।
সবশেষ ২০১৪ সালে দেশের হয়ে দুটি ওয়ানডে খেলেন মিথুন। এক ম্যাচে ব্যাট করতে হয়নি, অন্যটিতে ফেরেন ২৬ রান করে। এবার বিপিএলে রানের সঙ্গে মিথুনের ব্যাটিংয়ের ধরনও নজর কেড়েছে নির্বাচকদের ও টিম ম্যানেজমেন্টের। ২৭ বছর বয়সী উইকেটরক্ষক-ব্যাটসম্যান মনে করেন, অধিনায়ক আস্থা রাখায় অমন ব্যাটিং করা সম্ভব হয়েছিল, ‘আমার তো মনে হয়, আমার বিপিএলের পারফরম্যান্স পুরোটাই সাহায্য করেছে। কারণ, ওখানে আমার অবদান ছিল; পাশাপাশি আমাদের দল চ্যাম্পিয়ন হয়েছিল। আমি ভাগ্যবান যে, আমার দলের অধিনায়ক যিনি ছিলেন তিনি বাংলাদেশ দলেরও অধিনায়ক। মাশরাফি ভাই আমার উপর আস্থা রেখেছেন। উনি আস্থা রেখেছেন বলেই আমি আজ এখানে। উনি আস্থা না রাখলে এখানে থাকতে পারতাম না। আমি তার প্রতি কৃতজ্ঞ।’
নিজের পারফরম্যান্সের জোরেই দলে ফিরেন মিঠুন। টুর্নামেন্টের শুরুতে ব্যাটিংয়ে তিনিই টানেন রংপুরকে, ‘আমাদের দল যখন শুরুতে ব্যাটিংয়ে সংগ্রাম করছিল তখন এমন ছিল যে, আমিই দলের মূল ব্যাটসম্যান। আমাকে সবাই উৎসাহিত করত যে, তুমি ভালো খেললে ম্যাচ জিতব, না হলে জিতব না। এ জিনিসটা অনেক বড় পাওয়া এবং এ জিনিসটা ভালো খেলার জন্য উৎসাহ, আত্মবিশ্বাস অনেক বাড়ায়।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।