নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : প্রিমিয়ার লিগের ১২টি দলকে নিয়ে আগামী শুক্রবার শুরু হচ্ছে স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট। প্রত্যেকদিন দু’টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে এবং কোন বিদেশী ফুটবলার অংশ নিতে পারবেন না এ আসরে। মার্চের শেষ সপ্তাহে এই ১২ দলের অনূর্ধ্ব-১৮ বছর বয়সী ফুটবলাদের অংশগ্রহনে শুরু হবে অনূর্ধ্ব-১৮ ফুটবল টুর্নামেন্ট। গতকাল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পেশাদার লিগ কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া সভায় প্রিমিয়ার লিগের শেষ রাউন্ডের খেলার সময় পরিবর্তন করা হয়েছে। ১১ থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত লিগের শেষ রাউন্ডের প্রথম ম্যাচটি সাড়ে তিনটায় এবং দ্বিতীয় ম্যাচটি পৌঁনে ছয়টায় শুরু হবে। এছাড়া ১১ জানুয়ারি প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী ও রানার্সআপ শেখ জামালকে ট্রফি বুঝিয়ে দেয়া হবে এবং ওইদিনই স্বাধীনতা কাপের ড্র অনুষ্ঠিত হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।