Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেসির দিনে রিয়ালের হোঁচট

| প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : লা লিগায় আরেকটি মাইলফলক ছোঁয়ার ম্যাচে জ্বলে উঠলেন লিওনেল মেসি। জালের দেখা পেলেন লুইস সুয়ারেজও। দুর্বল লেভান্তের বিপক্ষে বার্সেলোনা পেল প্রত্যাশিত সহজ জয়। গেলপরশু রাতে ক্যাম্প ন্যু’য়ের ম্যাচটি ৩-০ গোলে জিতেছে বার্সেলোনা। অন্য গোলটি পাওলিনহোর। এবারের লিগে এ নিয়ে সর্বোচ্চ ১৬ গোল করলেন মেসি। লা লিগায় বার্সেলোনার জার্সিতে ৪০০ ম্যাচ খেলে ৩৬৫ গোল করলেন আর্জেন্টিনা অধিনায়ক।
একই রাতে উজ্জীবিত সেল্টা ভিগো রুখে দিয়েছে রিয়াল মাদ্রিদকে। পিছিয়ে পড়া দলকে জোড়া গোলে জয়ের আশা দেখিয়েছিলেন গ্যারেথ বেল। স্পট কিক ঠেকিয়ে ৩ পয়েন্টের সম্ভাবনা বাঁচিয়ে রেখেছিলেন কেইলর নাভাস। কিন্তু একের পর এক আক্রমণে জিনেদিন জিদানের দলকে বিদীর্ণ করা স্বাগতিকরা কেড়ে নিয়েছে পয়েন্ট। সোমবার লা লিগার ম্যাচে জিদানের শিষ্যদের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে সেল্টা। স্বাগতিকদের গোল দুটি করেন ড্যানিয়েল ভাস ও গোমেস।
এনিয়ে প্রতিপক্ষের মাঠে টানা ম্যাচে জয়শূন্য থাকল রিয়াল। গত মৌসুমে সেল্টার কাছে হেরে কোপা দেল রে থেকে বিদায় নিয়েছিল দলটি। এবার ড্র করে লিগ শিরোপা ধরে রাখার আশা প্রায় শেষ হয়ে গেল। ১৭ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে রিয়াল আছে চার নম্বরে। ১৮ ম্যাচে ১৫ জয় ও তিন ড্রয়ে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট হলো ৪৮। ৩৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে অ্যাটলেটিকো মাদ্রিদ, ৩৭ পয়েন্ট নিয়ে তিনে ভালেন্সিয়া। 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ