নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : ত্রিদেশীয় সিরিজ খেলতে বাংলাদেশে আসার আগে ধাক্কা খেল জিম্বাবুয়ে। পদত্যাগ করেছেন দলটির বোলিং কোচ মাখায়া এনটিনি। এক টুইট বার্তায় মাখায়া এনটিনির পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেট। গতকাল এক বিজ্ঞপ্তিতে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি) থেকে বলা হয়, ‘দুঃখের সাথে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি) জানাচ্ছে যে জাতীয় ক্রিকেট দলের বোলিং কোচ মাখায়া এনটিনি তাৎক্ষণিক পদত্যাগপত্র জমা দিয়েছেন। অনিচ্ছা সত্বেও আমরা তার পদত্যাগপত্র গ্রহণ করেছি। জিম্বাবুয়ে ক্রিকেট মাখায়ার সিদ্ধান্তকে শ্রদ্ধা জানায় এবং তার ভবিষ্যতের জন্য শুভকামনা রইলো।’
বার্সায় কুতিনহোর স্বপ্নপূরণ
স্পোর্টস ডেস্ক : বার্সেলোনার জার্সি গায়ে আনুষ্ঠানিকভাবে সমর্থকদের সামনে আসার আগে ব্রাজিলের মিডফিল্ডার ফিলিপে কুতিনহো জানিয়েছেন, ক্লাবটিতে আসতে পেরে স্বপ্ন সত্যি হয়েছে তার। ১৬ কোটি ইউরো ট্রান্সফার ফিতে ২৫ বছর বয়সী কুতিনহোর লিভারপুল থেকে বার্সেলোনায় যাওয়ার চুক্তিতে গত শনিবার ক্লাব দুটি একমত হয়। বার্সেলোনায় আসা নিয়ে টুইটারে একটি ভিডিও বার্তায় কুতিনহো বলেন, ‘হাই, বার্সা ভক্তরা। আমি এরই মধ্যে এখানে, একটা স্বপ্ন সত্যি হলো। আশা করি, আগামীকাল (গতকাল) আপনাদের সঙ্গে দেখা হবে।’
ক্যাম্প ন্যু’য়ে গেলপরশু রাতে লা লিগায় লেভান্তের বিপক্ষে বার্সেলোনার ৩-০ গোলের জয়ের পর সংক্ষিপ্ত এক ফটো সেশনে উপস্থিত হন কুতিনহো। আর গতকাল কাতালান ক্লাবটির সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি সই করেছেন ব্রাজিলের এই খেলোয়াড়। সেখানে এই প্লেমেকারের সঙ্গে বার্সেলোনার চুক্তিটা হয়েছে সাড়ে ৫ বছরের। বাইআউট ক্লজ ধরা হয় ৪০ কোটি ইউরো। এরপর বার্সা টিভিতে এক সাক্ষাৎকারে কৌতিনিয়ো জানান, দলটিতে দারুণসব খেলোয়াড়ের সঙ্গে খেলতে পারার সুযোগ পেয়ে তিনি রোমাঞ্চিত, ‘এটা জানতে পারাটা অবিশ্বাস্য যে, আমি আইডলদের সঙ্গে, অনেক ইতিহাস আছে এমনসব খেলোয়াড়দের সঙ্গে থাকতে যাচ্ছি। এখানে লিওনেল মেসি, লুইস সুয়ারেস, আন্দ্রেস ইনিয়েস্তা, জেরার্ড পিকে, সার্জিও বুসকেটসের মতো খেলোয়াড়রা আছে। আমি তাদের সঙ্গে খেলব, এটা জেনে আমি খুবই খুশি। আশা করি, আমি শিখতে পারব, তাদের সাথে থাকতে পারব এবং একসঙ্গে জিততে পারব।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।