প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : সংস্কৃতি দূত মনোনীত হয়েছেন বাংলাদেশের তরুণ নাট্যপ্রতীভা এইচ আর অনিক। সর্বভারতীয় সংস্কৃতির সংগঠন ‘অল ইন্ডিয়া কালসারাল এসোসিয়েশন তাকে এই স্বীকৃতি প্রদান করে। সম্প্রতি দিল্লীর ঐতিহ্যবাহী গান্ধিজী মঞ্চে এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে তাকে এই সংগঠনের কালসারাল আ্যম্বাসেডর ঘোষণা করা হয়। এ সময় এইচ আর অনিককে হাতে তাৎপর্যবহ এই স্বীকৃতির সম্মাননা স্বারক ও সনদপত্র প্রদান করা হয়। এ প্রসঙ্গে এইচ আর অনিক বলেন, মর্যাদাপূর্ণ এ সম্মানের জন্য আমি খুবই আনন্দিত। আশা করি, এ মূল্যায়ন আমার চলার পথে এক নতুন মাত্রা যোগ করবে। উল্লেখ্য, এইচ আর অনিক একজন নাট্যকার, নির্দেশক ও অভিনেতা। এরইমধ্যে বিভিন্ন চ্যানেলে তার রচিত ও নির্দেশিত প্রায় অর্ধশত নাটক প্রচারিত হয়েছে। টেলিভিশন মাধ্যম ছাড়াও অনিক মঞ্চাঙ্গনে নিয়মিত কাজ করেন। নাট্যসংগঠন চন্দ্রকলা থিয়েটারের প্রতিষ্ঠাতা ও দল প্রধান। টিভি মিডিয়ার পাশাপাশি এইচ আর অনিক বর্তমানে নিজ দল ছাড়াও নবগঠিত থিয়েটার সংগঠন ‘ড্রামা সেন্টারের ব্যানারে তার রচিত ও নির্দেশিত নাটক ‘দ্বৈত মানব’ নিয়ে ব্যস্ত রয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।