নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : আজ থেকে দেশের আট বিভাগে আলো ছড়াবে প্রথম বাংলাদেশ যুব গেমস। সবগুলো বিভাগে একযোগেই শুরু হচ্ছে গেমসের বিভাগীয় পর্যায়ের খেলা। এ উপলক্ষ্যে গতকাল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ-বাংলা ব্যাংক অডিটরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, যুব গেমসের মাধ্যমে তরুন প্রতিভাবান ক্রীড়াবিদ খুঁজে বের করছে বিওএ। প্রায় ২৩ হাজার ক্রীড়াবিদের অংশগ্রহনে জেলা পর্যায়ের খেলা শেষ হয়েছে গত ২৪ ডিসেম্বর। এদের মধ্য থেকে বাছাই করা সাড়ে তিন হাজার তরুন ক্রীড়াবিদের অংশগ্রহনে এবার শুরু হচ্ছে গেমসের বিভাগীয় পর্বের খেলা। মশাল প্রজ্জ্বলের মধ্য দিয়ে আট বিভাগে শুরু হবে এই খেলা। নতুন এই গেমস দেশজুড়ে সারা ফেলেছে বলে জানান বিওএ’র মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি ও মিডিয়া কমিটির চেয়ারম্যান শেখ বশির আহমেদ এবং উপ-মহাসচিব আশিকুর রহমান মিকু ও আসাদুজ্জামান কোহিনুর। সৈয়দ শাহেদ রেজা বলেন, ‘ যুব গেমসে আমরা প্রচুর সারা পেয়েছি। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে অনেক প্রতিভাবান ক্রীড়াবিদ খুঁজে পাওয়া যাচ্ছে। চূড়ান্ত পর্বেও মান যাচাই করে ভালো মানের ক্রীড়াবিদ বাছাই করা হবে।’
বিভাগগুলোতে তরুন ক্রীড়াবিদদের উৎসাহ দিতে বিওএ ইতিমধ্যে শুভেচ্ছা দূত হিসেবে মনোনীত করেছে বিভিন্ন ডিসিপ্লিনের সাবেক ও বর্তমান ২২ তারকা ক্রীড়াবিদকে। যাদের বিভাগীয় পর্যায়ে থেকে প্রত্যেক ভেন্যুতে উপস্থিত থাকার কথা। জানা গেছে, বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ছাড়া বাকি ২১ জনই আট বিভাগে উপস্থিত থাকবেন। ক্রিকেটে জাতীয় দলের ব্যস্ত সূচী থাকায় মাশরাফি বিভাগীয় পর্যায়ে গেমস ভেন্যুতে থাকতে পারবেন না। তাই তিনি তরুন ক্রীড়াবিদদের খেলাধূলার প্রতি উদ্বুদ্ধ করতে একটি ভিডিও বার্তা দেন।
প্রজেক্টরের মাধ্যমে কাল সংবাদ সম্মেলনের শুরুতেই এই ভিডিও বার্তা প্রচার করা হয়। বার্তায় মাশরাফি বলেন,‘যুব গেমস ক্রীড়াঙ্গনে নতুন একটি মাইলফলক। এমন উদ্যোগ দেশের তরুন ক্রীড়াবিদদের ভবিষ্যতে অলিম্পিকের মতো বড় আসরে খেলার সুযোগ সৃষ্টি করে দিতে পারবে। এই গেমস আয়োজনের জন্য আমি বিওএ’কে ধন্যবাদ জানাই।’
গত ১৮ ডিসেম্বর দেশের ৬৪ জেলায় একযোগে ২১টি ডিসিপ্লিনে যুব গেমসের খেলা শুরু হলেও সব জেলায় ২১ ডিসিপ্লিনের খেলা হয়নি। তাই বিভাগীয় পর্বেও আট বিভাগে সবগুলো ডিসিপ্লিনের খেলা হচ্ছে না বলে জানান বিওএ’র উপ-মহাসচিব আশিকুর রহমান মিকু। তিনি বলেন, ‘কিছু ডিসিপ্লিন রয়েছে, যা সব জেলায় প্রচলন নেই। দেখা গেছে পুরো বিভাগে অপ্রচলিত ডিসিপ্লিনে মাত্র চার কিংবা পাঁচটি দল হয়েছে। তাই সেগুলোকে আমরা বিভাগীয় পর্বে না খেলিয়ে চূড়ান্ত পর্বে সুযোগ দিচ্ছি। ফলে সব বিভাগেই ২১টি ডিসিপ্লিনে খেলা হচ্ছে না।’ মিকু আরও বলেন, ‘দেশের আট বিভাগের মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে অবকাঠামো পরিপূর্ণ বলে এখানকার বিভাগীয় শহরে সবগুলো খেলা অনুষ্ঠিত হবে। তবে বাকি পাঁচটি বিভাগের খেলা ক’টি জেলায় বিকেন্দ্রীকরন করা হয়েছে।’
এ ধারাবাহিকতায় বরিশাল বিভাগীয় শহর ছাড়াও বরগুনা, ভোলা, পিরোজপুর ও ঝালকাঠিতে খেলা হবে। রাজশাহী সদর ছাড়াও বগুড়া, জয়পুরহাট, নাটোর ও পাবনা, খুলনা সদর ছাড়াও নড়াইল, বাগেরহাট, ঝিনাইদহ, সাতক্ষিরা ও কুষ্টিয়া, রংপুর বিভাগীয় শহর ছাড়াও দিনাজপুরে এবং ময়মনসিংহের খেলা বিভাগীয় সদর ছাড়াও শেরপুরে অনুষ্ঠিত হবে। এছাড়া ঢাকা বিভাগের খেলা অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও তৎসংলগ্ন সাতটি ক্রীড়া স্থাপনায়, মিরপুরের দুই ভেন্যু এবং সাভারের বিকেএসপিতে। চট্টগ্রাম বিভাগের খেলা হবে এমএ আজিজ স্টেডিয়াম, জিমন্যাশিয়াম, মহিলা ক্রীড়া কমপ্লেক্স, চট্টগ্রাম সুইমিং পুল ও পাঁচলাইশে জাতিসংঘ পার্ক পুল ও শিশিরতলা সিআরবিতে এবং সিলেটে জেলা স্টেডিয়াম ও আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে এই বিভাগের খেলা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।