Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

ধারাবাহিক নাটক রচনায় ফারুক আহমেদ

প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : অভিনয়ের পাশাপাশি ১৯৯৭ সাল থেকে নাটক রচনা করে চলেছেন অভিনেতা ফারুক আহমেদ। তার লেখা নাটক প্রথম নির্দেশনা দেন শহীদুজ্জামান সেলিম। নাটকটি ছিল ‘উচ্চ বংশ পাত্র চাই’। এরপর থেকে নিয়মিত না হলেও প্রায়ই নাটক লিখেন। এতদিন অভিনয়ে ব্যস্ত থেকে শুধু একক নাটকই রচনা করছিলেন। এবারই প্রথম তিনি কোন ধারাবাহিক নাটক রচনা করেছেন। নাটকের নাম ‘মেঘেদের সংসার’। এরইমধ্যে নাটকটির ১৩ পর্ব নির্মাণের কাজ শেষ হয়েছে। আবার আগামী ঈদ উপলক্ষে সাত পর্বের একটি ধারাবাহিক নাটকও রচনা করেছেন তিনি। নাটকের নাম ‘হাউ মাউ খাউ’। এটি নির্মাণ করবেন অনিমেষ আইচ। দুটি ধারাবাহিক নাটক রচনা প্রসঙ্গে ফারুক আহমেদ বলেন, ‘দুটি নাটকেরই গল্প কমেডি ঘরাণার। দর্শক দেখে খুব মজা পাবেন এটা নিশ্চিত বলতে পারি। তবে হাউ মাউ খাউ নিয়ে আমি একটু বেশিই উচ্ছ্বাসিত। কারণ আমি নিজেই নাটকটি লেখার সময় অনেক হেসেছিলাম।’ এদিকে আজ ২৫ মার্চ ফারুক আহমেদের জন্মদিন। তবে জন্মদিন নিয়ে বিশেষ কোন পরিকল্পনা নেই তার। কারণ সেদিন তিনি আদিত্য আলমের নির্দেশনায় ‘হিরো’ নাটকের শুটিং করবেন। এতে তিনি নাম ভূমিকায় অভিনয় করবেন। নাটক রচনার পাশাপাশি ফারুক আহমেদ নিয়মিত অভিনয় করছেন। সাগর জাহানের ‘মিলার বারান্দা’, ‘এই কুলে আমি ওই কুলে তুমি’, অনিমেষ আইচের ‘বুবুনের সাত সতেরো’ এবং অঞ্জন আইচের ‘রূপকথার মা’ ও ‘নির্বাসন’সহ এগারোটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন তিনি। সর্বশেষ তিনি অনিমেষ আইচের ‘ভয়ঙ্কর সুন্দর’ চলচ্চিত্রে অভিনয় করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধারাবাহিক নাটক রচনায় ফারুক আহমেদ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ