Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

ইরানের বিক্ষোভে আটক হচ্ছেন শিক্ষার্থীরাও

| প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে আটককৃত ৯০ শতাংশের বয়স ২৫ বছরের নিচে। এদের মধ্যে তেহরান বিশ্ববিদ্যালয়ের ৫৮ শিক্ষার্থীসহ মোট ৯০ শিক্ষার্থী রয়েছেন। দেশটির সংস্কারপন্থী এমপি মাহমুদ সাদেগি এ তথ্য নিশ্চিত করেছেন। ইরানি সংবাদমাধ্যমের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। তবে আরেকজন এমপি দাবি করেছেন, প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে তাদের আটক করা হয়েছে। শিগগিরই ছেড়ে দেওয়া হবে তাদের। দ্রব্যমূল্য আর জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলছে সরকারবিরোধী এই বিক্ষোভ। দেশজুড়ে ছড়িয়ে পড়া এই বিক্ষোভে অন্তত ২১ জন নিহত হয়েছেন। সরকারের পক্ষ থেকে বিক্ষোভে এক হাজারের বেশি আটক হওয়ার কথা বলা হলেও আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে এই সংখ্যা এক হাজার ৭০০-এর বেশি। আইআরআইবি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ