Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্ত্রী-সন্তানদের খুন করে আত্মহত্যা

| প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে নিজের দুই সন্তান ও স্ত্রীকে গুলি করে হত্যা করেছেন এক ব্যক্তি। এরপর নিজেও আত্মহত্যা করেন তিনি। ওই ব্যক্তির নাম মিখায়েল (৫২)। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার শান্ত ক্লারিকা এলাকা থেকে নিহতদের লাশ উদ্ধার করে। ক্যালিফোর্নিয়ার নিরাপত্তা বাহিনী জানায়, মিখায়েল একটি চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠানের গাড়িচালক হিসেবে কাজ করতেন। তার নিহত স্ত্রী এ্যামির বয়স ৪৭, মেয়ে ড্রিই ২০ ও ছেলে সিনের ১১ বছর। গত শুক্রবার স্থানীয়রা পুলিশকে ফোন করে তাদের মৃত্যুর খবর দেয়। উদ্ধার হওয়া প্রত্যেক লাশের বুকে গুলির চিহ্ন রয়েছে। পুলিশ গিয়ে দেখতে পায়, পিস্তল দিয়ে গুলি চালানো হয় সেটি মিখায়েলের কাছেই পড়েছিল। মেয়ে ড্রিই এর ওপর পড়েছিল মায়ের লাশ। নিহতের প্রতিবেশী ক্যান্ডি রলে বলেন, আমাদের সঙ্গে তাদের পরিচয় নেই। কিন্তু তাদের বাবা-ছেলেকে প্রায় সময় হাঁটতে বের হতে দেখতাম। ছেলেটা খুবই সুন্দর ছিল। ওয়েবসাইট।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ