Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পান্ডিয়ায় ভারতের স্বস্তি

| প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : আগের দিন সংবাদ শিরোনাম করতে হয়েছিল ‘প্রোটিয়াদের গুটিয়ে স্বস্তিতে নেই ভারতও’। পরদিনও প্রায় একই শিরোনাম তবে, অবস্থান পাল্টেছে দুই দলের। এবার ‘ভারতকে গুটিয়ে স্বস্তিতে নেই প্রোটিয়ারাও’। কারণটাও সেই একই, বোলারদের দৌরাত্ব, বিশেষ করে কেপটাউন টেস্টে প্রথম দিন থেকেই রাজত্ব করছে পেসাররা। ২৫ বছরের গøানি মুছে ফেলার যে স্বপ্ন নিয়ে এবার দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমিয়েছিল ভারত। তা যে খুব সহজ হবে না তা হাড়ে হাড়ে টের পাচ্ছে কোহলির দল।
প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে ২৮৬ রানে গুটিয়ে দিয়ে যে স্বস্তির বাতাস খেলে গেছিল ভারত ক্রিকেটারদের মনে, কাল তা উবে গেছে কর্পুরের মত। ৩ উইকেটে ২৮ নিয়ে প্রথম দিন শেষ করা ভারত ৭৩.৪ ওভারে গতকাল গুটিয়ে গেছে ২০৯ রানেই! এটিও সম্ভব হয়েছে এক টেলএন্ডারের বদৌলতে। হার্দিক পান্ডিয়া যদি ধৈর্য্যশীল ৯৩ রানের ইনিংস না খেলতেন তবে ইতিহাসের বদলে মুখ রক্ষা করাই কঠিন হয়ে যেত ভারতের জন্য। পরের সর্বোচ্চ ইনিংসেও নেই কোন খ্যাতিমান ব্যাটসম্যানের নাম- ২৬ করেছেন পুজারা ২৫ বুবনেশ্বরের। ভারতকে ধ্বসে দিতে এদিনও গোলা নিয়ে হাজির হয়েছিলেন প্রোটিয়া পেসাররা। তিনটি করে শিকার ফিল্যান্ডার ও রাবাদার, আর দুটি করে স্টেইন, মরকেলের।
ম্যাচের দ্বিতীয় দিনেই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে খুব একটা সুবিধাজনক অবস্থায় নেই দক্ষিণ আফ্রিকাও। স্বাগতিকদের শুরুটা ভারো হলেও দুই ওপেনার মার্করাম (৩৪) আর এলগারকে হারিয়ে অস্তস্তিতেই কাটছে ডু প্লেসির দলের। শুনবেন এই দুটি শিকারই কার, সেই হার্দিক পান্ডিয়ার! তবে নাইট ওয়াচম্যান হিসেবে দিনের শেষটা আমলাকে (৫*) সঙ্গ দিয়ে নির্বিঘেœই কাটিয়েছেন রাবাদা (২*)। ১৪২ রানের লিডটা এবার কতদূর নিয়ে যেতে পারে দক্ষিণ আফ্রিকা সেটাই দেখার।

সংক্ষিপ্ত স্কোর (১ম দিন শেষে)
দ.আফ্রিকা ১ম ইনিংস : ৭১.৩ ওভারে ২৮৬ ও ২০ ওভারে ৬৫/২ (মার্করাম ৩৪, এলগার ২৫, আমলা ৫, রাবাদা ২; পান্ডিয়া ২/১৭)।
ভারত ১ম ইনিংস : ৭৪.৩ ওভারে ২০৯/১০ (ধাওয়ান ১৬, পুজারা ২৬, কোহলি ৫, পান্ডিয়া ৯৩, ভুবনেশ্বর ২৫; ফিল্যান্ডার ১/১৩, স্টেইন ১/১৩, মরকেল ১/০)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ