Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বর্ষসেরা সাকিব, দর্শকসেরা মাশরাফি

| প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) জমকালো আয়োজনে শেষ হলো কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০১৭ সালের পুরস্কার বিতরণ। যেখানে গেল বছরের বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার জিতেন বিশ্বসেরা অলরাউন্ডার, বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। তিনি এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপে দশ মিটার এয়ার রাইফেল ইভেন্টের জুনিয়র বিভাগে রৌপ্যজয়ী অর্নব সারার লাদিফ ও বয়সভিত্তিক জাতীয় দলের তারকা ফুটবলার জাফর ইকবালকে পেছনে ফেলে এই পুরষ্কার জিতে নেন। সাকিব ২০১৭ সালে টেস্টে ৬৬৫ রান করার পাশাপাশি শিকার করেন ২৯ উইকেট। এর মধ্যে উল্লেখযোগ্য হলো নিউজিল্যান্ডের বিপক্ষে ডাবল সেঞ্চুরি ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০ উইকেট শিকার। ওয়ানডে ক্রিকেটে সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে অবিশ্বাস্য পারফরম্যান্স করেছিলেন সাকিব। এ আসরে কিউইদের বিপক্ষে তার রয়েছে শতরান এবং মাহমুদুল্লাহর সঙ্গে ২২৪ রানের জুটি। ফলে কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ডের বর্ষসেরা ক্রীড়াবিদ হিসেবে সাকিবকে বেছে নিতে তেমন বেগ পেতে হয়নি বিচারকদের। তার নজরকাড়া পারফরমেন্সই তাকে এনে দেয় সেরার পুরষ্কারটি। দর্শকদের ভোটে পপুলার চয়েজ অ্যাওয়ার্ড-এ বছরের সবচেয়ে জনপ্রিয় খেলোয়াড়ের পুরস্কার জিতে নেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এছাড়া বর্ষসেরা হিসেবে পুরস্কৃত হন- ক্রিকেটার সাকিব আল হাসান, ফুটবলার জাফর ইকবাল, দাবাড়– এনামুল হোসেন রাজীব, টেবিল টেনিস খেলোয়াড় সোনম সুলতানা সোমা, শ্যুটার অর্নব সারার লাদিফ, সাঁতারু জোনায়না আহমেদ, কোচ সালাউদ্দিন (ক্রিকেট), সংগঠক মাহফুজা আক্তার কিরণ (ফুটবল) ও তৃণমূলের ক্রীড়া ব্যক্তিত্ব মফিজ উদ্দিন (ফুটবল)। বর্ষসেরা স্পন্সরের পুরষ্কার পায় রবি। উদীয়মান অ্যাথলেটের পুরষ্কার জিতে নেন জহির রায়হান। এবং বিশেষ সম্মাননা পুরষ্কার পান আব্দুস সালাম মুর্শেদী ও বাদল রায় (ফুটবল) পুরস্কৃত হয়েছেন। গতকাল রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জাঁকজঁমকপূর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বর্ষসেরা ক্রীড়াবিদের নাম ঘোষণা করেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ, এমপি । তিনি বিজয়ীর হাতে ট্রফি ও সনদপত্র তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন বিশ্ব ক্রীড়া সাংবাদিক সংস্থার এশিয়া অঞ্চলের (এআইপিএস) সহ-সভাপতি সাবা নায়েকে ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান স্কয়ার টয়লেট্রিজের হেড অব মার্কেটিং মালিক মোহাম্মদ সাঈদ। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসপিএ সভাপতি মোস্তফা মামুন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ