নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : আসন্ন ত্রিদেশীয় সিরিজের আগে বেশ ভালোভাবেই নিজের ব্যাটিং ঝালিয়ে নিলেন টাইগার ওপেনার তামিম ইকবাল। গতকাল ক্যাম্পে থাকা ২২ দলকে দুই ভাগে ভাগ করে প্রথম দিবা-রাত্রিতর প্রস্তুতি ম্যাচ খেলায় বিসিবি। লাল দলের নেতৃত্বে ছিলেন সাকিব আল হাসান আর সবুজ দলটি খেলছে মাশরাফি বিন মর্তুজার অধীনে। ম্যাচটি ১৩৭ রানে জিতে নেয় সাকিবের লাল দল। হার-জয়ের হিসেবের বাইরে এই ম্যাচে নিজেদের ছন্দ ফিরে পাবার হিসেবটা ভালোই মিলয়েছে ব্যাটসম্যানরা।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের মূল মাঠে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন সবুজ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। দীর্ঘদিন পর তামিম ইকবালের সাথে ইনিংসের গোড়াপত্তন করতে ক্রিজে আসেন এনামুল হক বিজয়। তবে খুব বেশি সুবিধা করতে পারেন নি। ২১ বলে ২০ রান করে মুস্তাফিজুর রহমানের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন এই ওপেনার।
বিজয়ের পর ক্রিজে আসেন সাকিব আল হাসান। তামিমের সাথে প্রাথমিক ধাক্কা সামলালেও ক্রিজে বেশিক্ষণ স্থায়ী হতে পারেন নি দেশসেরা এই অলরাউন্ডার। ৩৬ বলে ২৪ রান করেই আউট হোন সাকিব। এরপর উইকেটে এসে রানের খাতা খোলার আগেই আউট হোন মুশফিক। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারালোও এক প্রান্ত আগলে স্কোর করে গেছেন তামিম ইকবাল। পেয়েছেন শতকের দেখা। ১১৯ বলে ১০ চার আর ২ ছক্কায় ১০৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলার পর স্বেচ্ছায় অবসর নেন তামিম। লাল দলের ৩০০ পেরুনো স্কোরের বড় অবদান ছিল মাহমুদউল্লাহ রিয়াদের। ৮৬ রান করেন রিয়াদ।
অধিনায়ক মাশরাফি ৭ ওভার বোলিং করে ৪৪ রানের বিনিময়ে কোনও উইকেট পাননি। মুস্তাফিজ ৭ ওভারে ২৪ রানে নেন ২টি উইকেট। তাসকিন ৩ ওভারে ১৮ রানের বিনিময়ে নেন ২টি উইকেট। মেহেদী হাসান মিরাজ ৫ ওভারে ৩০ রানে ও নাজমুল হোসেন অপু ৬ ওভারে ৪১ রানে ছিলেন উইকেটশূন্য।
লাল দলের দেওয়া ৩২১ রান লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথমে ভালো শুরু হলেও শেষ রক্ষা হয়নি সবুজ দলের। দুই দলের হয়ে ব্যাটিং করেও সবুজ দলকে জোতাতে পারেননি মুশফিকুর রহিম, করেন সর্বোচ্চ ৪৪ রান। তবুও রুবেল-রনিদের দুর্দান্ত বোলিংয়ে গুটিয়ে যায় মাত্র ১৮৩ রানে।
লাল দল : ৫০ ওভার ৩২০/৬ (তামিম ১০৪*, মাহমুদউল্লাহ ৮৬ , সাকিব ২৪, বিজয় ২১, সাব্বির ১৯; মুস্তাফিজ ২/২৪, তাসকিন ২/১৮, মাশরাফি ০/৪৪)।
সবুজ দল : ৪৩.২ ওভারে ১৮৩/১০ (লিটন ৩২, সৌম্য ১৮, নাসির ২৫, মুশফিক ৪৪; রনি ৩/৫১, রুবেল ৩/২১)।
ফল : লাল দল ১৩৭ রানে জয়ী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।