Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

আগামীকাল থেকে বিভাগীয় লড়াই

| প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


চট্টগ্রাম ব্যুরো : বাংলাদেশ যুব গেমস চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের খেলাসমূহ আগামীকাল থেকে শুরু হচ্ছে। খেলাগুলো সফলভাবে আয়োজন করার লক্ষ্যে চারটি ভেন্যুর মধ্যে এমএ আজিজ স্টেডিয়ামে (তরুণ) ফুটবল, হকি, হ্যান্ডবল, এ্যাথলেটিকস, জিমনেশিয়্যামে (তরুণ-তরুণী) কারাতে, উশু, জুডো, বক্সিং, তায়কোয়ান্ডো, এমএ আজিজ স্টেডিয়ামের অডিটোরিয়ামে (তরুণ-তরুণী) দাবা, চট্টগ্রাম ক্লাব সুইমিং পুলে (তরুণ-তরুণী) সাঁতার এবং সিআরবিস্থ শিরিষতলা মাঠে কাবাডি অনুষ্ঠিত হবে। গতকাল এক সাংবাদিক সম্মেলনে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়াসংস্থার সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মোঃ আলমগীর এ তথ্য জানান। এসময় বিভাগীয় ক্রীড়াসংস্থার সহ-সভাপতি আলহাজ আলী আব্বাস, ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও চট্টগ্রাম এরিয়া কমান্ডারের প্রতিনিধি লেফটেন্যান্ট কর্নেল নাহিদ নেওয়াজ, বিভাগীয় ক্রীড়াসংস্থার যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম লেদু, মিডিয়া কমিটির সদস্য সচিব মহসিন চৌধুরী বক্তব্য রাখেন। চট্টগ্রাম বিভাগের অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে ল²ীপুর, বান্দরবান, চট্টগ্রাম, চাঁদপুর, খাগড়াছড়ি, নোয়াখালী, কুমিল্লা, কক্সবাজার, রাঙ্গামাটি ও ফেনী। বিভিন্ন জেলা দলের খেলোয়াড়-কর্মকর্তাদের আবাসন, যাতায়াত, খাবার, দৈনিক ভাতা এবং প্রতিযোগিতার বিজয়ীদের (প্রাইজমানি প্রথম ১২শ’ টাকা, দ্বিতীয় ৮শ’ টাকা) বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনÑচট্টগ্রাম বিভাগীয় ক্রীড়াসংস্থার মাধ্যমে দেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ