Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফন ডিকের স্বপ্নিল অভিষেক

| প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


স্পোর্টস ডেস্ক : লিভারপুলের হয়ে ভার্জিল ফন ডিকের অভিষেকটা হল স্বপ্নিল। ম্যাচের শেষ দিকে তার গোলে এফএ কাপের চতুর্থ রাউন্ডে পৌঁছেছে ইয়ুর্গেন ক্লপের দল। ঘরের মাঠ অ্যানফিল্ডে এভারটনকে ২-১ গোলে হারিয়েছে লিভারপুল। ৩৫তম মিনিটে জেমস মিলনারের পেনাল্টি গোলে এগিয়ে যায় লিভারপুল। ৬৭তম মিনিটে জিলফি সিগার্ডসনের গোলে সমতা ফেরায় এভারটন। সাউদাম্পটন থেকে কদিন আগে যোগ দেওয়া ফন ডিকের ৮৪তম মিনিটের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল। ইংল্যান্ডের দ্বিতীয় সেরা টুর্নামেন্টে গেলপরশু রাতের অন্য ম্যাচে ডার্বি কাউন্টিকে ২-০ গোলে হারিয়ে চতুর্থ রাউন্ডে তাদের সঙ্গী হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ট ট্র্যাফোর্ডে তৃতীয় রাউন্ডের ম্যাচে গোলের জন্য লম্বা সময় অপেক্ষা করতে হয় ইউনাইটেডকে। ৮৪তম মিনিটে জেসে লিনগার্ডের গোলে এগিয়ে যায় হোসে মরিনিয়োর দল। ৯০তম মিনিটে দলের দ্বিতীয় গোলটি করেন রোমেলু লুকাকু।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ