Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতে পানশালা মালিকদের ধরিয়ে দিতে পুরস্কার

| প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতের পুলিশ দেশটির বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের একটি পানশালার তিন মালিককে ধরিয়ে দিলে পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছে। গত সপ্তাহে ওই পানশালায় ভয়াবহ অগ্নিকান্ডে ১৪ জন প্রাণ হারিয়েছে ও আরো অনেকে আহত হয়েছে। গতকাল শনিবার পুলিশের এক সিনিয়র কর্মকর্তা বলেন, ‘ওয়ান এভাব রুফটপ রেস্তোরাঁর তিন মালিকের সম্পর্কে যে কেউ কোন তথ্য দিলে তাকে এক লাখ রূপী পুরস্কার দেয়া হবে। এদের বিরুদ্ধে দন্ডনীয় হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। অগ্নিকান্ডের পর থেকেই তারা পলাতক রয়েছেন।’ তিনি আরো বলেন, ‘আমাদের কয়েকটি দল অভিযোগকারীদের সন্ধানে তল্লাশী চালাচ্ছে।’ সিনহুয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ