মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : জাতিসংঘ কঙ্গোতে সংস্থাটির ১৫ শান্তিরক্ষী বাহিনীর সদস্যকে হত্যার ঘটনা তদন্তে শুক্রবার একটি বিশেষ কমিটি গঠন করেছে। গত মাসে ওই ঘটনায় আরো ৪৩ জন আহত হয়। কঙ্গোর নর্থ কিভু প্রদেশের বেনি অঞ্চলে চালানো গত ৭ ডিসেম্বরের ওই হামলা দেশটিতে সা¤প্রতিককালের মধ্যে শান্তিরক্ষী বাহিনীর ওপর সবচেয়ে বড় হামলা ছিল। জাতিসংঘের এক বিবৃতিতে বলা হয়, জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস এ বিশেষ তদন্তকারী দলের প্রধান হিসেবে রুশ নাগরিক দিমিত্রি তিতোভকে নিয়োগ দিয়েছেন। তিনি ওই এলাকায় শান্তিরক্ষী বাহিনীর ওপর চালানো অন্যান্য হামলার ঘটনাও খতিয়ে দেখবেন। জাতিসংঘ জানায়, সন্দেহভাজন এডিএফ বিদ্রোহীরা হামলাটি চালিয়েছে। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।