Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাম্প শিশুর মতো, তার কোন বিশ্বাসযোগ্যতা নেই : ওলফ

ট্রাম্পের মানসিক সুস্থতা নিয়ে কখনোই প্রশ্ন জাগেনি : টিলারসন

| প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনার জবাব দিয়েছেন তাকে নিয়ে লেখা নতুন বইয়ের লেখক মাইকেল ওলফ। তিনি বলেছেন, ট্রাম্পের উপদেষ্টাদের অনেকেই বলেন তিনি ‘শিশু’র মতো। তার কোনো বিশ্বাসযোগ্যতা নেই। কিন্তু তার এ কথা উল্টে দিয়ে মাইকেল ওলফ এনবিসি চ্যানেলের ‘টুডে শো’ তে গত শুক্রবার এক সাক্ষাৎকারে বলেছেন, ট্রাম্পের সঙ্গে তিনঘণ্টা কাটিয়েছেন তিনি। ট্রাম্পের নির্বাচনী প্রচারের সময় এবং অভিষেকের পর তার সঙ্গে তিনি এ সময় কাটান। ট্রাম্পের সঙ্গে তার কথাও হয়েছে। ওলফ বলেন, আমার সঙ্গে প্রেসিডেন্টের পুরোদস্তুর কথা হয়েছে। এটি যে সাক্ষাৎকার ছিল সেটি তিনি বুঝেছেন কি না জানি না। কিন্তু এটি মোটেই অফ দ্য রেকর্ড নয়। তাছাড়া, ট্রাম্পের সঙ্গে প্রতিদিন মিনিটে মিনিটে কথা হয় এমন মানুষদের সঙ্গেও তার কথা হয়েছে বলে ওলফ জানিয়েছেন। অপরদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মানসিক সুস্থতা নিয়ে আলোচিত এক বইয়ে প্রশ্ন উঠলেও পররাষ্ট্র মন্ত্রী রেক্স টিলারসন বলেছেন, এ বিষয়ে তার মনে কখনোই প্রশ্ন জাগেনি। প্রেসিডেন্টের মানসিক স্বাস্থ্য নিয়ে কখনোই সন্দিহান ছিলেন না বলেও জানান তিনি। এ পরিস্থিতিতে শুক্রবার টিলারসন সিএনএনকে বলেন, মার্কিন প্রেসিডেন্টের মানসিক স্বাস্থ্য নিয়ে তার কখনোই সন্দেহ ছিল না। ‘ফায়ার অ্যান্ড ফিউরি: ইনসাইড দ্য ট্রাম্প হোয়াইট হাউজ’-এর লেখক সাংবাদিক মাইকেল ওলফ ট্রাম্পের মানসিক স্বাস্থ্য নিয়ে তার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেই সন্দেহ আছে দাবি করার পর হোয়াইট হাউজের কোনো শীর্ষ কর্মকর্তা প্রেসিডেন্টের পক্ষে শক্ত অবস্থান নিলেন। বইটির প্রকাশ ঠেকাতে ট্রাম্প প্রশাসনের চেষ্টার কথাও জানিয়েছিল মার্কিন গণমাধ্যম, যে কারণে শুক্রবার থেকে এর আগাম বিক্রিও শুরু হয়েছে। ওলফের দাবি, বইতে থাকা প্রায় দুইশ’ সাক্ষাৎকারের ওপর ভিত্তি করে তিনি ট্রাম্পের ‘শিশুসুলভ’ চরিত্রের ধারণা পেয়েছেন। অন্যদিকে ট্রাম্প বলছেন, মিথ্যায় ভরপুর বইটি গণমাধ্যম ও অন্যদের তার বিরুদ্ধে উসকে দিতে পারে। তাদের উচিত ছিল নির্বাচনে জেতার চেষ্টা করা। দুঃখজনক, বলেন মার্কিন প্রেসিডেন্ট। বিবিসি। ওলফের দাবি, হোয়াইট হাউজের কর্মকর্তা-কর্মচারীরাই প্রেসিডেন্টের শিশুসুলভ আচরণের কথা বলেছেন। “তিনি তাৎক্ষণিক সন্তুষ্টি চান। কোনো কিছু পড়েনও না, শুনতেও চান না।” ট্রাম্প বলেছেন, সাংবাদিক ওলফের সঙ্গে তিনি কখনো কথা বলেননি এবং তাকে হোয়াইট হাউজেও ঢুকতে দেওয়া হয়নি। ওলফের ভাষ্য, ট্রাম্পের সঙ্গে তিনঘণ্টা কাটিয়েছেন তিনি। ট্রাম্পের নির্বাচনী প্রচারের সময় এবং অভিষেকের পর তার সঙ্গে তিনি এ সময় কাটান। ট্রাম্পের সঙ্গে তার কথাও হয়েছে। “আমার সঙ্গে প্রেসিডেন্টের পুরোদস্তুর কথা হয়েছে। এটি যে সাক্ষাৎকার ছিল সেটি তিনি বুঝেছেন কি না জানিনা। বিবিসি, রয়টার্স, এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ